বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আসছে শীত যুক্তরাষ্ট্র রাশিয়ায় আক্রান্ত বাড়ছে

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর গতি আবারও বাড়ছে। সম্প্রতিকালে এ গতি কিছুটা হ্রাস পেয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। বলা হচ্ছে, শীতের আগমনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটছে। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত সোমবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৪১ হাজার ৫৭৯ জন এবং মৃত্যু ছিল ৪২১ জন। পরদিন মঙ্গলবার নতুন আক্রান্তের সংখ্যা হয় ৪৩ হাজার ৬৬০ এবং মৃত্যু ৭৯০ জন। রাশিয়ায় সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৮৮৮ জন এবং মৃত্যু ছিল ১১৭ জন। পরদিন মঙ্গলবার নতুন আক্রান্তের সংখ্যা হয় ১১ হাজার ৬১৫ এবং মৃত্যু ১৮৮ জন। ভারতে সোমবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫৯ হাজার ৮৯৩ জন এবং মৃত্যু ছিল ৮৮৬ জন। পরদিন মঙ্গলবার আক্রান্তের সংখ্যা হয় ৭২ হাজার ১০৬ জন এবং মৃত্যু ছিল ৯৯১। ব্রাজিলে সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ২৫ হাজার ২১০ এবং মৃত্যু ৩৯৮। পরদিন আক্রান্তের সংখ্যা হয় ৩০ হাজার ৪৫৪ এবং মৃত্যু ৭৯৮। প্রতিদিনের হিসাব অনুযায়ী, গত সোমবার বিশ্বে করোনায় নতুন করে আক্রান্তের মোট সংখ্যা ছিল ২ লাখ ৬৪ হাজার ৬৫৪ এবং মৃত্যু ছিল ৪ হাজার ২৬২। পরদিন মঙ্গলবার আক্রান্তের সংখ্যা হয় ৩ লাখ ১১ হাজার ৫৯২ এবং মৃত্যু ৫ হাজার ৫৫৩। এদিকে বিশ্বব্যাপী এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা হয়েছে অন্তত ৩ কোটি ৬২ লাখ এবং মৃত্যুর সংখ্যা হয়েছে ১০ লাখ ৫৭ হাজার প্রায়।

সর্বশেষ খবর