শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শতবর্ষী এক পরিত্যক্ত ভবন

ঠাকুরগাঁও প্রতিনিধি

শতবর্ষী এক পরিত্যক্ত ভবন

ঠাকুরগাঁও পৌর শহরের জমিদারপাড়ায় শতবর্ষী পরিত্যক্ত একটি ভবন এখন স্থানীয়দের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। লতাপাতা-পরগাছায় ছেয়ে গেছে ভবনটি। দূর থেকে এটিকে মনে হয় কোনো ভুতুড়ে বাড়ি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাত ছোঁয়ালেই ভবনের ইট খসে পড়ে। ভবনের পাশ দিয়ে চলাচলের সময় ইটও খসে পড়ে। স্থানীয়রা জানান, ভবনটি এতটাই জরাজীর্ণ যে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভবনটিতে বিভিন্ন ধরনের জংলি গাছপালা থাকায় সাপ ও বিভিন্ন কীটপতঙ্গে ভরে গেছে। মাঝে মাঝেই বিষাক্ত সাপ চোখে পড়ে। তারা আরও জানান, ঝুঁকিপূর্ণ ভবনটির কারণে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। তাছাড়া এর আশপাশে সন্ধ্যার পর বসে মাদক ও জুয়ার আড্ডা।    প্রতি রাতেই এখানে মাদকসেবীদের চিৎকারে অতিষ্ঠ হয়ে উঠতে হয়।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম জানান, এরই মধ্যে ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর