শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধুর শিক্ষা কাজে লাগিয়ে মানুষের পাশে ছিলাম

-সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন

বঙ্গবন্ধুর শিক্ষা কাজে লাগিয়ে মানুষের পাশে ছিলাম

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, বঙ্গবন্ধুর দেওয়া শিক্ষাকে কাজে লাগিয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী করোনা যুদ্ধে সাধারণ মানুষের পাশে থেকেছে। তিনি বলেন, করোনা মহামারীর শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ করোনা মোকাবিলায় কাজ শুরু করে। জেলার সব পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে কর্মপরিকল্পনা ঠিক করা হয়। সে অনুযায়ী কাজ করার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকেছে জেলা আওয়ামী লীগ। ছেলুন বলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ করোনাকালে নানাভাবে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা করেছে। ৫০ হাজারের বেশি মাস্ক বিতরণ করেছে। ৪০ হাজার হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ১১৫ টনের বেশি খাদ্যদ্রব্য বিতরণসহ নানাভাবে মানুষের কল্যাণে কাজ করেছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ বিশ্বময় মহামারীর এ দুর্যোগের সময় মানুষের কল্যাণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্ষীয়ান এ রাজনীতিবিদ বলেন, দলের সবাই নিজ নিজ অবস্থান থেকে মানুষের সহযোগিতায় কাজ করেছে। এর মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ব্যক্তিগতভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নেওয়া প্রত্যেক রোগীর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছেন। সর্বোপরি সরকারি সহযোগিতার পাশাপাশি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সার্বিকভাবে সহযোগিতা অব্যাহত রেখেছে। তবে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মকান্ড বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

সর্বশেষ খবর