শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

খাদ্যসামগ্রী নিয়ে মানুষের পাশে ছিল বিএনপি

-অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা

খাদ্যসামগ্রী নিয়ে মানুষের পাশে ছিল বিএনপি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা বলেছেন, করোনাকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নিয়েছে। তবে সরকারি দল আওয়ামী লীগ যা করেছে তা সম্পূর্ণ সরকারি কোষাগারের টাকায়। তারা নিজেদের অর্থ ব্যয় করেনি।

বুলা বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপি করোনার শুরুতেই কর্মহীন হয়ে পড়া প্রায় ১৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। পরবর্তীতে এ ধারা সীমিত আকারে হলেও অব্যাহত আছে। এ ছাড়া করোনাকালের শুরু থেকেই জেলা বিএনপি বিভিন্ন ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করেছে। যার মধ্যে লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, হ্যান্ডস্যানিটাইজার বিতরণ উল্লেখযোগ্য। এ ছাড়াও দলের অনেক নেতা-কর্মী ব্যক্তিগতভাবেও নিজ নিজ এলাকার অসহায় মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছেন। তাদের মধ্যে বিএনপি নেতা টিপু তরফদার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় হাসপাতাল কেন্দ্রিক বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। করোনাকালে সরকারি দলের কর্মকান্ড বিষয়ে বুলা বলেন, সরকারে থাকলে দুর্যোগ মোকাবিলায় পদক্ষেপ নেওয়া অনেক সহজ হয়।

 কারণ সরকারি কোষাগার তাদের হাতে থাকে। যেটা বিরোধী দলের জন্য অতটা সহজ হয় না।

সর্বশেষ খবর