শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রাজনীতিবিদদের উদ্যোগ তুলনায় অপ্রতুল

-অধ্যাপক সিদ্দিকুর রহমান

রাজনীতিবিদদের উদ্যোগ তুলনায় অপ্রতুল

চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেছেন, চলমান করোনাকালে চুয়াডাঙ্গা জেলার খেটে খাওয়া মানুষের কল্যাণে স্থানীয় রাজনৈতিক নেতারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। তবে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। বিশেষ করে বড় দলগুলোর ভূমিকা আরও বেশি কার্যকর হতে পারত। তিনি বলেন, বড় দলগুলো চুয়াডাঙ্গা জেলায় করোনা মোকাবিলায় বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়েছেন। কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। সে সব আরও বেশি বেশি করা দরকার ছিল। এ ছাড়া স্থানীয় সরকারের জনপ্রতিনিধি যারা আছেন তারাও করোনা মোকাবিলায় নিজ নিজ প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম পরিচালনা করেছেন। তাদের ক্ষেত্রেও সাধারণ মানুষের প্রত্যাশা বরাবরই বেশি থাকে। সে হিসেবে তাদের উদ্যোগ আরও বেশি হতে পারত। কারণ, করোনার মতো দুর্যোগ বছর বছর আসে না। দুর্যোগের সময়েই জনপ্রতিনিধিদের জনসেবার প্রকৃত সময়। তারা নির্বাচনের সময় সেই প্রতিশ্রুতি দিয়েই জনপ্রতিনিধি হয়েছেন। তবে সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারের নির্দেশনা মেনে করোনা মোকাবিলায় ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন এই শিক্ষাবিদ। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সেনাবাহিনী সরকারের নির্দেশনা মতো কাজ করেছেন। সেক্ষেত্রে সফলতাও এসেছে অনেকাংশে। তবে বাংলাদেশের মতো গরিব দেশে সীমিত সম্পদের ব্যবহারে করোনার মতো বড় ধরনের দুর্যোগ মোকাবিলা করা বেশ কঠিন ছিল।

সর্বশেষ খবর