শিরোনাম
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সংক্রমণের ৭ মাসে ৫৪৬০ প্রাণহানি

২৪ ঘণ্টায় শনাক্ত ১৪৪১, মৃত্যু ২০

নিজস্ব প্রতিবেদক

সংক্রমণের ৭ মাসে ৫৪৬০ প্রাণহানি

দেশে করোনা সংক্রমণের ৭ মাসের মাথায় গতকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৬০ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০ জনের। ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। এখনো দৈনিক নমুনা পরীক্ষায় ১১-১২ শতাংশ মানুষের করোনা শনাক্ত হচ্ছে। প্রতিদিন মৃত্যু হচ্ছে ২০ থেকে ৪০ জনের। এছাড়া করোনার উপসর্গ নিয়ে প্রতিদিন মারা যাচ্ছেন আরও অনেকে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১ হাজার ৪৪১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৪৩ শতাংশ। একই সময়ে মৃত্যু হয়েছে ২০ জনের। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৩৫ জনের। সরকারি হিসাবে দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৬০ জনের। করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৯৭ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৩ পুরুষ ও ৭ নারী। ১৯ জন হাসপাতালে ও একজন বাড়িতে মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১১ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৫ জন পঞ্চাশোর্ধ্ব, ৩ জন চল্লিশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। মৃত ২০ জনের মধ্যে ১১ জন ঢাকা, ৪ জন চট্টগ্রাম, ২ জন রাজশাহী, ২ জন রংপুর ও ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, শনাক্ত রোগীর মধ্যে গত ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কেউ মারা যাননি। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর