শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

টিভি চ্যানেল বদলাতে রাজি না হওয়ায় স্ত্রীর গলা কেটে হত্যা

নরসিংদীতে স্বামীর বিরুদ্ধে নার্সকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর ও নরসিংদী প্রতিনিধি

যশোরের কেশবপুরে টেলিভিশন দেখাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ওই নারীর স্বামী সাইফুল ইসলাম মনাকে আটক করেছে। বুধবার দিবাগত রাতে কেশবপুরের পাঁচবাকাবড়শি গ্রামে এ হত্যাকান্ডে র ঘটনা ঘটে। কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন জানান, আড়াই বছর আগে পাঁচবাকাবড়শি গ্রামের আবদুল খালেক সরদারের ছেলে সাইফুল ইসলাম মনার সঙ্গে একই উপজেলার চিংড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। বুধবার রাতে টেলিভিশনে সিনেমা দেখা নিয়ে দুজনের মধ্যে বিরোধ হয়। সাইফুল টেলিভিশনের চ্যানেল পাল্টাতে চাইলে বৃষ্টি তাতে রাজি না হওয়ায় একপর্যায়ে সাইফুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। রাত ২টার দিকে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। রাতেই পুলিশ সাইফুল ইসলামকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ওসি বলেন, সাইফুল ইসলাম মনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হচ্ছে।

স্বামীর বিরুদ্ধে নার্সকে  হত্যার অভিযোগ : নরসিংদী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাহমিনা সুলতানা শিমুকে (৩২) গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বুধবার রাতে চিনিশপুর দক্ষিণপাড়া এলাকার এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের হাড়িসাংগান গ্রামের মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিনের মেয়ে। এ ঘটনায় নিহতের বড় ভাই আলাউদ্দিন মিঠু হত্যা মামলা করেছেন। অভিযুক্ত স্বামী রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী সদর মডেল থানার ওসি জানান, লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের বোন সাদিকুন নাহার রিপা বলেন, বুধবার রাত ৮টার দিকে মোবাইলে আমার সঙ্গে শিমুর কথা হয়। আর রাতেই বোনকে হত্যা করা হলো।

সর্বশেষ খবর