শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গাইবান্ধায় হত্যা মামলায় তিন সহোদরের ফাঁসি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে চাচাতো ভাই-বোনকে হত্যা মামলায় তিন সহোদরের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলা দায়েরের ৪ বছর পর গতকাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে দন্ডপ্রাপ্ত ও খালাস পাওয়া আসামিরা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের হযরত আলী (৩৯), হাফিজার রহমান (৩৬) ও আজিজল হোসেন (৩১)। তারা সবাই মামলার প্রধান আসামি মৃত আবুল হোসেনের ছেলে। খালাস পাওয়া আসামিরা হলেন- মৃত আবুল হোসেনের স্ত্রী জরিনা বেগম, হযরত আলীর স্ত্রী গোলেনুর বেগম ও হাফিজারের স্ত্রী মোর্শেদা আকতার। এ ছাড়া মামলা চলাকালে প্রধান আসামি আবুল হোসেনের মৃত্যু হয়। গাইবান্ধা জেলা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক জানান, পূর্ব ঝিনিয়া গ্রামের মফিজল হকের সঙ্গে তার চাচাতো ও জ্যাঠাতো ভাইদের জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। মামলায়  মফিজল রায় পেয়ে জমি দখলে নেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু বিরোধপূর্ণ জমিতে লোহার তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন প্রতিপক্ষ আবুল হোসেনরা। ২০১৬ সালের ১২ নভেম্বর ঘটনার দিন ওই জমিতে যান মফিজল হকের ছেলে, ছেলের বউ ও ভাতিজাসহ পরিবারের কয়েকজন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মফিজলের ছেলে তসলিম, ভাতিজি মর্জিনা, ছেলের বউ জমিলা বেগম ও ভাতিজা আলমগীরসহ ছয়জন। হাসপাতালে নেওয়া হলে তসলিম ও মর্জিনা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় মফিজল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর