শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের গতি

প্রতিদিন ডেস্ক

শীতের আগমনকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে মহামারী করোনাভাইরাসের গতি প্রতিদিনই বাড়ছে। গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ১৩ হাজার ৯৬ এবং মৃত্যু ছিল ৫ হাজার ৫৬৯। সেখানে পর দিন আক্রান্তের সংখ্যা হয় ৩ লাখ ৪৩ হাজার ৩৮৬ এবং মৃত্যুর সংখ্যা হয় ৫ হাজার ৯০৮।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বর্তমানে প্রতিদিন আক্রান্ত বৃদ্ধি পাচ্ছে অন্তত ৩১ থেকে ৩৫ হাজার এবং মৃত্যু বাড়ছে অন্তত ৩৪০। সর্বশেষ তথ্যানুযায়ী, গতকাল সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সর্বমোট সংখ্যা ছিল ৩ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার ৫৯০ এবং মৃত্যু ছিল ১০ লাখ ৬১ হাজার ২১৭। এর মধ্যে প্রতিদিনের হিসাবে গত বুধবার ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৭৮ হাজার ৮০৯ এবং মৃত্যু ছিল ৯৬৩। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৭২ হাজার ১০৬ এবং মৃত্যু ছিল ৯৯১। যুক্তরাষ্ট্রে বুধবার ২৪ ঘণ্টায় আক্রান্ত ছিল ৪৮ হাজার ৭১৫ এবং মৃত্যু ছিল ৯৩২ জন। আগের দিন মঙ্গলবার আক্রান্ত ছিল ৪৪ হাজার ৬৬৪ এবং মৃত্যু ছিল ৮০৮। ব্রাজিলে বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৩১ হাজার ৪০৪ এবং মৃত্যু ছিল ৭৩৩। আগের দিন আক্রান্ত ছিল ৩০ হাজার ৪৫৪ এবং মৃত্যু ছিল ৭৯৮। রাশিয়ায় বুধবার ২৪ ঘণ্টায় আক্রান্ত ছিল ১১ হাজার ১১৫ এবং মৃত্যু ছিল ২০২।

এর আগের দিন আক্রান্ত ছিল ১১ হাজার ৬১৫ এবং মৃত্যু ছিল ১৮৮ জন।

সর্বশেষ খবর