শিরোনাম
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
কৃষি

ভাঙ্গায় ছাদ বাগান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় ছাদ বাগান

ভাঙ্গার ঘারুয়া ইউনিয়ন পরিষদ ভবনটি ঘারুয়া গ্রামের ঘারুয়া বাজারে অবস্থিত। ২০১৪ সালে ইউনিয়ন পরিষদের নতুন ভবনটি নির্মিত হয়। ২০১৫ সালে এ ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু হয়। এর পর থেকে ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লার সহযোগিতায় সচিব শফিকুল ইসলাম ছাদে বাগানের কাজ শুরু করেন। বর্তমানে ওই ভবনের ছাদে ফলদ বাগানের পাশাপাশি নানারকম সবজির সমাহার রয়েছে। সরেজমিন দেখা যায়, ছাদে ৪০টি ড্রামে ৯টি আম (আম্রপালি, হিমসাগর, কেজুবাই, বারিদল, লেংড়া), ৭টি লেবু, ৩টি মালটা, ২টি আমড়া, ১টি জাম্বুরা, ২টি বরই, ২টি পেয়ারা, ১টি আমলকী, ১টি জাম, ১টি কামরাঙা, ১টি লিচু, ১টি আনার গাছ রয়েছে। সবজির মধ্যে রয়েছে বেগুন, পেঁপে, উচ্ছে, মরিচ, টমেটো, লাউ, চালকুমড়ার গাছ। ইউপি সচিব শফিকুল ইসলাম বলেন, ‘এবার সবকটি আমগাছে আম ধরেছিল। বর্তমানে গাছে আমড়া, জাম্বুরা, কামরাঙা, লেবু ধরেছে। যখন নতুন ভবন হয়নি তখনো ইউপি ভবনের জায়গায় সবজি চাষ করেছি। ইউপি ভবনের ছাদ হওয়ার পর চেয়ারম্যান সাহেবের সহযোগিতা ও উৎসাহে ২০১৫ সাল থেকে তিল তিল করে এ বাগান গড়ে তুলি।’ ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা বলেন, ‘আমি কৃষক পরিবারের সন্তান।

তাই কৃষি কাজ ও বাগান করা আমার পছন্দ। আমি ২০১১ সাল থেকে ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছি। আমাদের নতুন ভবন হওয়ার পর ইউপি সচিবের উদ্যোগে সুন্দর বাগানের পাশাপাশি সবজি চাষ করছি। আমার পরিষদের সদস্য ও গ্রামপুলিশরাও বাগান পরিচর্যায় সহযোগিতা করছেন। এ ফল ও সবজি আমরা এলাকার গরিব-দুখীদের দিয়ে থাকি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর