শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সব দুর্যোগে মানুষের পাশে ছিল আওয়ামী লীগ

-মো. আবদুল ওদুদ

সব দুর্যোগে মানুষের পাশে ছিল আওয়ামী লীগ

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য মো. আবদুল ওদুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, বর্তমান মহামারী করোনা সংকটসহ সব দুর্যোগে মানুষের পাশে ছিল আওয়ামী লীগ। তিনি বলেন, বঙ্গবন্ধুর দেওয়া শিক্ষা কাজে লাগিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী করোনাযুদ্ধে সাধারণ মানুষের পাশে থেকেছেন। করোনা মহামারীর শুরুতেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ করোনা মোকাবিলায় কাজ শুরু করে। জেলার সকল পর্যায়ের নেতা-কর্মীসহ আওয়ামী লীগের বিত্তশালী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কর্মপরিকল্পনা ঠিক করা হয়। সেভাবে কাজ করে মানুষের পাশে থেকেছে জেলা আওয়ামী লীগ। তিনি বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ করোনাকালে নানাভাবে জনসচেতনতামূলক প্রচার করেছে, ৫ হাজারের বেশি মাস্ক বিতরণ করেছে, ১০ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৫৫ হাজার পরিবারের মধ্যে ৪২৫ মেট্রিক টনের বেশি খাদ্যদ্রব্য বিতরণসহ নানাভাবে মানুষের কল্যাণে কাজ করেছে এবং বিশ^ময় মহামারীর এ দুর্যোগের সময় মানুষের কল্যাণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই রাজনীতিবিদ বলেন, দলের সবাই নিজ নিজ অবস্থান থেকে মানুষের সহযোগিতায় কাজ করেছেন। এর মধ্যে দলের অনেকেই ব্যক্তিগতভাবে ত্রাণ সহায়তা করেছেন এবং নেতারা জেলার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নেওয়া প্রত্যেক রোগীর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করেছেন। এটা এখনো অব্যাহত রেখেছেন। সর্বোপরি সরকারি সহযোগিতার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সার্বিকভাবে সহযোগিতা অব্যাহত রেখেছে। তবে বিএনপির দুই এমপি পুরো করোনাকালীন এলাকায় ছিলেন না। তবে তারা এলাকায় না থাকলেও মানুষের সহায়তায় এগিয়ে আসতে পারতেন। কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছেন।

সর্বশেষ খবর