শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জেলা বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে

-রফিকুল ইসলাম টিপু

জেলা বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম টিপু বলেছেন, করোনাকালে জেলা বিএনপি নেতৃবৃন্দ মানুষের  পাশে দাঁড়িয়েছেন। যতটুকু সম্ভব মানুষকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। তবে দলের শীর্ষ দুই নেতা করোনাকালে এলাকায় না এলেও ত্রাণ সহায়তা দিতে পারতেন। কিন্তু তারা মানুষকে কাক্সিক্ষত সহায়তা করতে পারেননি। যদি তারা এ দুর্যোগে মানুষের পাশে থাকতেন  তাহলে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হতো। রফিকুল ইসলাম টিপু আরও বলেন, জেলা বিএনপি করোনাকালে কর্মহীন হয়ে পড়া প্রায় ৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে এবং শতাধিক কৃষককে সার ও বীজ প্রদান করেছে। এ ছাড়া করোনাকালের শুরু থেকেই জেলা বিএনপি বিভিন্নভাবে প্রচার চালিয়ে জনগণকে সচেতন করেছে। যার মধ্যে লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার উল্লেখযোগ্য। এ ছাড়া দলের অনেক নেতা-কর্মী ব্যক্তিগতভাবেও নিজ নিজ এলাকার অসহায় মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছেন। করোনাকালে সরকারি দলের কর্মকা- বিষয়ে তিনি বলেন, সরকারে থাকলে দুর্যোগ মোকাবিলায় পদক্ষেপ নেওয়া অনেক সহজ হয়। কারণ সরকারি কোষাগার তাদের হাতে থাকে। যেটা বিরোধী দলের জন্য অতটা সহজ হয় না। তার পরও সীমিত সামর্থ্য নিয়ে বিএনপি মানুষের কল্যাণে অবদান রেখে যাবে।

সর্বশেষ খবর