শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সীমিত সম্পদে করোনার দুর্যোগ মোকাবিলা কঠিন

-মো. আসলাম কবির

সীমিত সম্পদে করোনার দুর্যোগ মোকাবিলা কঠিন

সুশাসনের জন্য নাগরিক- সুজনের জেলা সভাপতি আসলাম কবির বলেছেন, বাংলাদেশের মতো গরিব দেশে সীমিত সম্পদের ব্যবহারে করোনার মতো বড় ধরনের দুর্যোগ মোকাবিলা বেশ কঠিন ছিল। তার পরও করোনা সংকটকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যক্তিগতভাবে মানুষের সহায়তায় এগিয়ে এলেও এ ক্ষেত্রে বিএনপি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, চলমান করোনাকালে এ জেলার খেটে খাওয়া মানুষের কল্যাণে স্থানীয় রাজনৈতিক নেতারা বেশকিছু উদ্যোগ নিয়েছেন। এতে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ নেতারা। আর বিএনপি যে সহায়তা করেছে তা প্রয়োজনের তুলনায় ছিল অপ্রতুল। বিশেষ করে বড় দল হিসেবে বিএনপির ভূমিকা আরও বেশি কার্যকর হতে পারত। তিনি বলেন, বড় দলগুলো চাঁপাইনবাবগঞ্জে করোনা মোকাবিলায় বিভিন্ন প্রচার চালিয়েছে। কর্মহীন ও হতদরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। দলীয় বিবেচনায় অনেকেই ত্রাণসামগ্রী পেলেও সাধারণ মানুষ তা থেকে বঞ্চিত হয়েছেন বলে মনে করেন সুশীলসমাজের এই প্রতিনিধি। তিনি আরও বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি যারা আছেন তারাও করোনা মোকাবিলায় নিজ নিজ প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম পরিচালনা করেছেন। তাদের ক্ষেত্রেও সাধারণ মানুষের প্রত্যাশা বরাবরই বেশি থাকে। সে হিসেবে তাদের উদ্যোগ আরও বেশি হতে পারত। কারণ করোনার মতো দুর্যোগ বছর বছর আসে না। দুর্যোগেই জনপ্রতিনিধিদের জনসেবার প্রকৃত সময়। তারা নির্বাচনের সময় সে প্রতিশ্রুতি দিয়েই জনপ্রতিনিধি হয়েছেন। তবে সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারের নির্দেশনা মেনে করোনা মোকাবিলায় ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সেনাবাহিনী সরকারের নির্দেশনামতো কাজ করেছে। সে ক্ষেত্রে সফলতাও এসেছে অনেকাংশে।

সর্বশেষ খবর