শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পৌনে ৪ লাখ ছাড়াল শনাক্ত

সাড়ে চার মাসে সর্বনিম্ন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পৌনে ৪ লাখ ছাড়াল শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১ হাজার ২৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জনে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। ২৮ মের পর গতকাল প্রথমবারের মতো দৈনিক মৃত্যুর সংখ্যা ২০-এর নিচে নামল। ওইদিন ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ৫ হাজার ৪৭৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৬। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯১২। গত ২৪ ঘণ্টা ১১ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ছিল ১১ দশমিক ৩৫ শতাংশ। এখন পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ১৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ৮ জন নারী। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৮ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৮ জন পঞ্চাশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। মৃত ১৭ জনের মধ্যে ১২ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এ ছাড়া ২ জন খুলনা এবং ১ জন করে চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। অধিকাংশ রোগী বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ায় দেশে কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর ১১ হাজার ৬৮৭টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ৯ হাজার ১৭৪টি। ৫৬৪টি আইসিইউর মধ্যে খালি রয়েছে ৩০৫টি।

 বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর