শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আত্মরক্ষার প্রশিক্ষণে কুমিল্লার মেয়েরা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

আত্মরক্ষার প্রশিক্ষণে কুমিল্লার মেয়েরা

যৌন হয়রানি থেকে রক্ষা পেতে আত্মরক্ষার প্রশিক্ষণ নিচ্ছে কুমিল্লার মেয়েরা। তাদের মধ্যে অধিকাংশ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় পড়ুয়া। এ ছাড়া চাকরিজীবী ও গৃহিণীরাও প্রশিক্ষণ নিচ্ছেন। কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেয়েদের আত্মরক্ষায় এক মাসের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গতকাল এ প্রশিক্ষণ শুরু হয় নগরীর সালাউদ্দিন হোটেল এলাকার প্রশিক্ষণ সেন্টারে। এতে দুই শতাধিক মেয়ে অংশ নেয়। বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ এস ইসলাম শুভ তাদের আত্মরক্ষায় বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা প্রদান করেন। প্রশিক্ষণ নিতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিজা বলেন, পথ চলতে আমাদের অনেক হয়রানির শিকার হতে হয়। এ ছাড়া বর্তমানে               ধর্ষণের ঘটনা বেড়েছে। তাই আত্মরক্ষার কৌশল শিখতে এখানে আসা। প্রথম দিকের আলোচনা ও শারীরিক কসরতে মনে হচ্ছে আমার আত্মবিশ্বাস বেড়েছে। আরেকজন চাকরিজীবী নারী বলেন, তিনি সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফেরেন। সঙ্গে কোনো পুরুষ সঙ্গী থাকে না। অনেক সময় তিনি বাজে আচরণের শিকার হন। প্রশিক্ষণে এসে নিজেকে রক্ষার কৌশল শেখার চেষ্টা করছেন। প্রশিক্ষক এস ইসলাম শুভ বলেন, এখন দেশে ধর্ষণ ও যৌন হয়রানির মহামারী চলছে। এ থেকে রক্ষা পেতে মেয়েদের আত্মরক্ষার কৌশল জানতে হবে। পথে চলতে তাদের হাত ধরে, ওড়না বা চুল ধরে টানাটানি করে বখাটেরা। বাসে, ট্রেনে বা সিএনজি অটোরিকশায় চলতেও মেয়েদের হয়রানি করা হয়। মানসিক মনোবল আর কিছু কৌশল আয়ত্ত করলে তারা এসব হয়রানি থেকে রক্ষা পেতে পারে। তিনি বলেন, কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশন ৪২ বছরের প্রাচীন সংগঠন। সংগঠনের উদ্যোগে মেয়েদের বিনামূল্যে এক মাসের আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রথম থেকেই মেয়েরা ভালো সাড়া দিচ্ছে। আগেও আমাদের সংগঠন থেকে পাঁচ শতাধিক মেয়ে কারাতে প্রশিক্ষণ নিয়েছে। ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু বলেন, এস ইসলাম শুভ আন্তর্জাতিক মানের কারাতে প্রশিক্ষক। নারীদের আত্মরক্ষার কৌশল শেখানোর উদ্যোগটি ব্যতিক্রম। উদ্যোগটির সফলতা কামনা করছি।

সর্বশেষ খবর