শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সবজির সঙ্গে চাল, ডিম আলু, পিঁয়াজের চড়া দর

সবজির অগ্নিমূল্যে নাকাল ক্রেতা

নিজস্ব প্রতিবেদক

সবজির সঙ্গে চাল, ডিম আলু, পিঁয়াজের চড়া দর

বাজার দর

চড়া সবজির বাজারে চাল, ডিম, আলু, পিঁয়াজের দর কমেনি। আগের সপ্তাহের চেয়ে গত দু-তিন দিনে বেশির ভাগ পণ্যের দর আরও বেড়েছে। অন্যদিকে সরকার চালের দাম বেঁধে দিলেও তার প্রভাব পড়েনি বাজারে। এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। পিঁয়াজের কেজি এখনো ৮০ থেকে ৯০ টাকায়। আমদানি করা বড় আকারের প্রতি কেজি ভারতীয় পিঁয়াজের জন্যও গুনতে হচ্ছে ৮০ টাকা। জানা গেছে, চালের দামে অস্থিরতা তৈরি হলে ২৯ সেপ্টেম্বর সরকার চালের দাম বেঁধে দেয়। সে অনুযায়ী ৩০ সেপ্টেম্বর থেকে ভালো মানের মিনিকেটের ৫০ কেজির বস্তা ২ হাজার ৫৭৫ ও ব্রি ২৮-সহ মাঝারি মানের ৫০ কেজির বস্তা ২ হাজার ১৫০ থেকে ২ হাজার ২৫০ টাকা দর নির্ধারণ করে দেওয়া হয়। ১০ দিন পেরিয়ে গেলেও সে দামের কোনো প্রভাব দেখা যায়নি। সরকার দাম বেঁধে দেওয়ার আগে বাড়তি যে দাম ছিল, এখনো সে দামেই বিক্রি হচ্ছে চাল। বর্তমানে খুচরা বাজারে মিনিকেট ৫৫ থেকে ৫৮, আটাশ ৪৮ থেকে ৫০, নাজিরশাইল ৬০ থেকে ৬২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর পাইকারি বাজারে প্রতি বস্তা (৫০ কেজি) মিনিকেটের দাম পড়ছে ২ হাজার ৭৫০ থেকে ২ হাজার ৮০০, আটাশ ২ হাজার ৪০০ ও নাজিরশাইল ২ হাজার ৩০০ থেকে ৩ হাজার টাকা। এ ছাড়া চড়া দামে বিক্রি হওয়া সবজিতে কোনো নিয়ন্ত্রণ নেই। বেশির ভাগ সবজি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ৮০ টাকার নিচে সবজি কেনার কথা ক্রেতারা ভাবতে  পারছেন না। সবজির এমন চড়া বাজারে নতুন করে দাম বেড়েছে ডিম, আলু ও কাঁচা মরিচের। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ১২০ টাকা পর্যন্ত। ডিমের দাম ডজনে বেড়েছে ৫ টাকা। গত সপ্তাহে ৪০ থেকে ৪২ টাকা কেজি বিক্রি হওয়া আলু এখন ৪৫ টাকা। বাজারে কাঁচ মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। শিম, পাকা টমেটো, গাজর, বেগুন, বরবটির সঙ্গে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে করোলা; যা গত সপ্তাহেও ছিল ৬০ থেকে ৭০ টাকা। পাকা টমেটো গত কয়েক মাসের মতো এখনো ১২০ থেকে ১৪০ এবং গাজর ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুনও ৮০ থেকে ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পটোল ৬০ থেকে ৭০ টাকা। লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা। এক হালি কাঁচকলা ৪০ থেকে ৫০ টাকা। ঝিঙ্গা, কাঁকরোল, ধুন্দুল ৫০ থেকে ৭০ টাকা। বাজারে নতুন আসা ফুলকপি ও বাঁধাকপির পিস ৫০ থেকে ৬০ টাকা। ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে মুলা ও পেঁপে। এর মধ্যে মুলার কেজি ৪০ থেকে ৫০ আর পেঁপে ৩০ থেকে ৫০ টাকা। ১১০ থেকে ১১৫ টাকা ডজন বিক্রি হওয়া ডিমের দাম বেড়ে ১১৫ থেকে ১২০ টাকা হয়েছে।

সর্বশেষ খবর