শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নারী নির্যাতনের প্রতিবাদ এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নারী নির্যাতনের প্রতিবাদ এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

ইসলামী বিধানমতে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল রাজধানীতে ইসলামী দলগুলোর বিক্ষোভ সমাবেশ -বাংলাদেশ প্রতিদিন

নারী নির্যাতন-ধর্ষণসহ নারীর প্রতি বর্বরতা, আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদ এবং ইসলামী বিধানমতে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল রাজধানীতে ইসলামী দলগুলো বিক্ষোভ সমাবেশ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ : বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ। ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ। সভায় ১৬ অক্টোবর বিভাগীয় বিক্ষাভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী। পরে একটি মিছিল বায়তুল মোকারম মসজিদ থেকে বের হয়ে পল্টন মোড় হয়ে নাইট এ্যাঙ্গেল পৌঁছলে পুলিশ পূর্ব থেকে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে মিছিলের গতিরোধ করে। সেখানেই মুনাজাতের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

খেলাফত মজলিস : গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন বলেছেন, বাংলাদেশে ধর্ষণের প্রতিযোগিতা চলছে। এসব অপরাধীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডা. রিফাত হোসেন মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আহমদ আলী কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল হালিম, মো. মিজানুর রহমান, অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ।

 নেজামে ইসলাম : জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে নারী ধর্ষণের বিরুদ্ধে কোর?আনের বিধানের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের আইন পাস করার দাবি জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলামের মহাসচিব মুফতি মুসা বিন ইযহার। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগরী নেজামে ইসলামী মানববন্ধনের আয়োজন করেন। ঢাকা মহানগর আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা আনোয়ারুল কবীর, আমির মুফতি দীনে আলম হারুনী, মুফতি আবদুস সাত্তার, মুফতি হাবিবুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর