রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঝুঁকি মাথায় নিয়ে সাহায্য করেছে বিএনপি

-মো. সাইফুর রহমান রানা

ঝুঁকি মাথায় নিয়ে সাহায্য করেছে বিএনপি

কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. সাইফুর রহমান রানা বলেছেন, আমরা জেলা বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে ও ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের পাশে থাকতে চেষ্টা করেছি। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছেন, তা মানুষের মাঝে বিতরণ করেছি। আমার নিজ নির্বাচনী এলাকাসহ কুড়িগ্রাম সদরেও ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আমি নিজেও এখন পরিবারের সবাইকে নিয়ে অসুস্থ। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, করোনায় ত্রাণ সহায়তা দিতে গিয়ে পরিবারের সদস্যসহ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছি। করোনার ঝুঁকি নিয়ে আমি ও আমার দলের নেতা-কর্মীরা মানুষকে মাস্ক, খাবার ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। করোনায় কর্মহীন হয়ে পড়া অনেক মানুষকে সাধ্যমতো ত্রাণ সহায়তা দিয়েছি। করোনার কারণে দলীয় কার্যক্রমসহ কমিটি গঠনের প্রক্রিয়া সবকিছু স্থবির হয়ে আছে। পরিস্থিতি বুঝে আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে কমিটি গঠনে কাজ করা হবে। করোনাকালে জেলা আওয়ামী লীগের কর্মকান্ড প্রসঙ্গে তিনি বলেন, প্রথম যখন করোনা দেখা দিল সরকার ঘোষণা করল প্রত্যেকটা গরিব মানুষকে ত্রাণ দেবে। দেখা গেল, তাদের চেয়ারম্যান, মেম্বাররা ত্রাণ তছরুপ করল। সেখানে তো বিএনপির কেউ  নেই। আওয়ামী লীগের ভূমিকা তো ওখান থেকেই জানা যায়। আমরা আমাদের জেলা বিএনপি এ দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছি।

সর্বশেষ খবর