রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বড় দুই দলের ভূমিকা আশানুরূপ ছিল না

-এ কে এম সামিউল হক নান্টু

বড় দুই দলের ভূমিকা আশানুরূপ ছিল না

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা-সভাপতি এ কে এম সামিউল হক নান্টু বলেছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের সবাই করোনাকালে মানুষের জন্য কাজ করেছেন। তারা মাঠে-ময়দানে গিয়ে মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য জেলা বিএনপি ত্রাণ বিতরণ করতে গিয়েও নিজ দলের কোন্দলে  জড়িয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম ভেস্তে যায়। কেন্দ্রীয় কমিটির জনৈক নেতা ঢাকা থেকে এসে ত্রাণ দিতে গিয়ে তার সামনেই স্কুল মাঠে সংঘর্ষ হয়। এটা রাজনীতির জন্য শুভকর নয়। শুনেছি তারা কিছু ত্রাণ বিতরণ করেছেন। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, করোনাকালে আওয়ামী লীগের নেতৃস্থানীয় অনেককেই মানুষের পাশে দেখা যায়নি। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলীকে দেখেছি করোনায় ঝুঁকি নিয়ে মাঠে মানুষকে সহায়তা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেন জাফর আলীসহ আওয়ামী লীগের শীর্ষ দুই একজন নেতা। এ ছাড়াও উলিপুরের আওয়ামী লীগের এমপি অধ্যাপক এম এ মতিনও ত্রাণ দিয়েছেন মানুষকে। করোনায় সহায়তা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছিলেন তিনি। এ ছাড়াও জেলা প্রশাসক ও পুলিশ সুপার সরকারি সাহায্যের পাশাপাশি তাদের নিজ নিজ কোষাগার থেকেও অনেক কর্মহীন মানুষকে ত্রাণ সহায়তা দেন। পৌর মেয়র যদিও ত্রাণ সহায়তা দিয়েছেন তা অনেকের ভাগ্যেই জোটেনি বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও শুরু থেকে করোনায় স্বাস্থ্যবিধি মানতে ও কর্মহীন মানুষের অনেককেই সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে কুড়িগ্রামের প্রতিটি দলের শীর্ষ নেতাদের অনেককেই করোনাকালে আরও বেশি সহায়তা করা প্রয়োজন ছিল।

সর্বশেষ খবর