রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মৃতের সংখ্যা বেড়ে সাড়ে পাঁচ হাজার

২৪ ঘণ্টায় শনাক্ত ১২০৩, মৃত্যু ২৩

নিজস্ব প্রতিবেদক

মৃতের সংখ্যা বেড়ে সাড়ে পাঁচ হাজার

দেশে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৩ জনের। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাড়ে পাঁচ হাজার। গত এক দিনে ১০ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২০৩ জনের দেহে। শনাক্তের হার ১১ দশমিক শূন্য ৮ শতাংশ। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন করোনা রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ২৭ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও আটজন নারী। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৬ জন ছিলেন ষাটোর্ধ্ব, পাঁচজন পঞ্চাশোর্ধ্ব ও দুজনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। এর মধ্যে ১৯ জন ঢাকা ও চারজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

দেশে কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর ১১ হাজার ৬৮৭টি সাধারণ শয্যার মধ্যে ৯ হাজার ২২২টি শয্যা খালি ছিল গতকাল। ৫৬৪টি আইসিইউর মধ্যে খালি ছিল ৩১৪টি। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর