রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে ভয়ঙ্কর ‘সোর্স ক্রাইম’

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামে ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে পুলিশের কিছু কথিত সোর্স। রিকশা থেকে নামিয়ে গৃহবধূকে ধর্ষণ, স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ কিংবা তরুণীকে ঘরবন্দী করে একের পর এক ধর্ষণের জন্ম দিচ্ছে এ সোর্সরা। শুধু ধর্ষণ নয়, অন্ধকার জগতে ভয়ঙ্কর হয়েছে উঠেছে তারা। তাদের বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসা, ছিনতাই ও পকেটমার চক্রের নিয়ন্ত্রণসহ নানা অপকর্মের অভিযোগ।

এ সম্পর্কে সিএমপির কমিশনার সালেহ মো. তানভীর বলেন, ‘কিছু দুষ্ট প্রকৃতির লোক অপরাধ ঢাকতে নিজেকে সোর্স পরিচয় দিয়ে অপকর্মে জড়িয়ে পড়েছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে ক্রাইম জোনের সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নগরবাসীর প্রতি আমাদের অনুরোধ থাকবে কেউ আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিলে তাকে যেন আটক করে পুলিশের হাতে তুলে দেন।’ এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘সোর্স পরিচয় দিয়ে পার পাওয়ার সুযোগ নেই। যে অপরাধ করবে তাকে শাস্তির আওতায় আনা হবে।’ অভিযোগে জানা গেছে, চট্টগ্রাম মহানগর বিভিন্ন থানায় অপরাধী শনাক্ত এবং অপরাধ আখড়ার বিষয়ে তথ্য পেতে কথিত সোর্স নিয়োগ করলেও বর্তমানে এসব সোর্সই হয়ে উঠেছে অপরাধের নিয়ন্ত্রক। মাদক ও অনৈতিক কর্মকান্ডের আস্তানা পরিচালনা,  ডাকাতি, ছিনতাই, পকেটমার, অজ্ঞান পার্টিসহ বিভিন্ন অপরাধ চক্রের সঙ্গে আঁতাত করাসহ নানা অভিযোগ রয়েছে এসব সোর্সের বিরুদ্ধে। বিভিন্ন চোরাই সিন্ডিকেটের সঙ্গে আঁতাত, মাদক পরিবহন, চাহিদা মতো চাঁদা না দিলে হয়রানিমূলক মামলায় ফাঁসিয়ে দেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে কিছু সোর্সের বিরুদ্ধে। কিছু সোর্সের বিরুদ্ধে খুন ও ধর্ষণের অভিযোগ রয়েছে। সম্প্রতি সংঘটিত কয়েকটি ধর্ষণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে কথিত এসব সোর্সের বিরুদ্ধে। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁও থানা এলাকায় রিকশা থেকে নামিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়। এ ধর্ষণের সঙ্গে জড়িত জাহাঙ্গীর আলম ও সুমন পুলিশের সোর্স হিসেবে পরিচিত। ২৮ সেপ্টেম্বর নগরীর ডবলমুরিং থানা এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয় চান্দু মিয়া নামে পুলিশের এক সোর্স। ৩০ আগস্ট নগরীর বায়েজীদ থানা এলাকায় স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে সোর্স মো. শফি ও তার চার সহযোগীর বিরুদ্ধে। ২৮ জুলাই বায়েজীদ এলাকায় এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ ওঠে সোর্স মো. আনোয়ারের বিরুদ্ধে। ১৬ জুলাই ডবলমুরিং থানা এলাকায় কথিত সোর্স কর্তৃক মা-বোনের শারীরিক নির্যাতনের অপমান সইতে না পেরে আত্মহত্যা করে এক কিশোর।

সর্বশেষ খবর