সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আত্মরক্ষার লড়াইয়ে কন্যাশিশুরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আত্মরক্ষার লড়াইয়ে কন্যাশিশুরা

ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে উত্তরের জেলাগুলোতে চলছে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ। দেশে ধর্ষণ, নারী নির্যাতন ও শিশু নিপীড়নের ঘটনা যখন বেড়েই চলেছে, ঠিক সে সময় উত্তরের চারটি জেলায় কন্যাশিশুদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে কয়েকটি উন্নয়ন সংস্থা। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জের মোট ৩২টি স্কুলে কন্যাশিশুদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ চলছে।

চার জেলায় এই আত্মরক্ষামূলক প্রশিক্ষণ নেওয়ার পর স্কুলপড়ুয়া কন্যাশিশুদের যেমন বেড়েছে আত্মবিশ্বাস, ঠিক তেমনি শুরু হয়েছে নিজেদের রক্ষার জন্য প্রস্তুতি। নাচোলের দুলাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সানোয়ারা সাহস করে কারও সঙ্গে কথা বলতে পারত না। বাইরে একা বের হতে ভয় পেত। সেই সানোয়ারা এখন কারও সঙ্গে কথা বলতে বা বাইরে একা বের হতে ভয় পায় না। তার জীবনে যেন এক নতুন অধ্যায় শুরু হয়েছে আত্মরক্ষা প্রশিক্ষণের মাধ্যমে। সানোয়ারা বলে, ‘এখন আমি আর কোনো কিছু ভয় করি না। এখন নিজেকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারব এবং রক্ষা করতে পারব অন্যকেও।’ বালিয়াডাঙ্গা উচ্চবিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া খাতুন বলে, ‘আগে আমি জানতাম না নিজেকে রক্ষা করতে। কিন্তু আজ আমি পরিপূর্ণভাবে প্রশিক্ষিত হয়েছি। আমরা এখন নিজেকে রক্ষা করতে পারব।’ নাচোলসহ আশপাশের এলাকার ৩২টি স্কুলের শিক্ষার্থী অংশ নিয়েছে নির্যাতন ও নিপীড়নের বিপক্ষে এই প্রশিক্ষণে। শুধু সানোয়ারা নয়, দুলাহার স্কুলে আত্মরক্ষা প্রশিক্ষণ নিয়ে নির্যাতনের প্রতিবাদ শুরু করেছে অনেক শিক্ষার্থী। বাল্যবিয়ে, যৌন নিপীড়ন, কন্যাশিশুর প্রতি অসচেতনতা যখন চারদিকে ঘিরে ধরেছে, ঠিক তখনই প্রত্যন্ত অঞ্চলের কন্যাশিশুদের নতুন জীবনের আলোর পথ দেখাতে শুরু করেছে এই আত্মরক্ষামূলক প্রশিক্ষণ। উন্নয়ন সংস্থা ডাসকোর কর্মকর্তা মাহবুব হোসেন জানান, আত্মরক্ষামূলক প্রশিক্ষণের মাধ্যমে মেয়েরা আর ভীত নেই। তারা ভয়কে জয় করেছে। এখন আর মুখ লুকিয়ে না রেখে অন্যায়ের প্রতিবাদ করছে। অভিভাবকরাও বুঝতে পারছেন মেয়েরা কোনো অংশে কম নয়। মেয়েরা যে যৌন হয়রানির শিকার হয়, তা কমানোর জন্যই মূলত এই প্রশিক্ষণ। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা বলেন, ‘সরকারিভাবে আমরা যেখানে পৌঁছাতে পারছি না, উন্নয়ন সংস্থাগুলো প্রত্যন্ত অঞ্চলে কাজ করার সুবাদে সেসব জায়গায় বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা রাখছে। এই প্রশিক্ষণ নিয়ে সানোয়ারার মতো অনেকেই নিজের পাড়া-প্রতিবেশীকে শেখাচ্ছে আত্মরক্ষার কৌশল।’ নেটজ বাংলাদেশের কর্মকর্তা সারা খাতুন বলেন, ‘এই কর্মসূচির ফলে নারীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। এ কর্মসূচি আত্মরক্ষার পাশাপাশি কন্যাশিশুদের নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে। উত্তরে চারটি জেলা চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জে কিশোরীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ কর্মসূচি পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।’

সর্বশেষ খবর