সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অসহায় ও দুস্থদের পাশে ছিল আওয়ামী লীগ

-আল মামুন সরকার

অসহায় ও দুস্থদের পাশে ছিল আওয়ামী লীগ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনা মহামারীকালে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সার্বক্ষণিক মানুষের পাশে থেকে সহযোগিতা করেছে। তিনি বলেন, শ্রমজীবী ও অসহায় দরিদ্র এবং কর্মহীন মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আল মামুন সরকার বলেন, করোনা শুরুর  পর থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় জীবাণুনাশক ছিটিয়ে ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। দিন নেই রাত নেই পাড়া-মহল্লায় দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সময় জেলা আওয়ামী লীগ সভাপতি, সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী অসুস্থ থাকার কারণে ফোনে সার্বক্ষণিক নির্দেশনা প্রদান করেন। আল-মামুন জানান, বর্তমান বক্ষব্যাধি হাসপাতালে করোনা আক্রান্ত রোগী থাকার ব্যবস্থা করা হয়। সেখানে এসি ছিল না। করোনার কারণে কোথাও ইলেকট্রেশিয়ান পাওয়া যাচ্ছিল না। নিকট এক আত্মীয়ের সহায়তাই এসি মেরামতের ব্যবস্থা করি। তিনি বলেন, এ ঘটনা আমাকে ভাবিয়ে তোলে। তিনি জেলা বিএনপি ও অন্য সংগঠনগুলোকে মানুষের পাশে না দাঁড়ানোর জন্য ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তারা শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে। মানুষের কল্যাণে কাজ করতে চায় না।

সর্বশেষ খবর