সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ত্রাণ বিতরণেও বাধা দেওয়া হয়

-জহিরুল হক খোকন

ত্রাণ বিতরণেও বাধা দেওয়া হয়

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বলেন, করোনাকালে ত্রাণ তৎপরতা নীরবে চালিয়েছি। তার দাবি, জেলায় ৪০ হাজার ৭১০টি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি। চাল, ডাল, তেল, আটা, লবণ, পিঁয়াজ, সাবান, দিয়াশলাইসহ বিভিন্ন সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র দিয়েছি অসহায়দের মাঝে। নগদ ৪৮ লাখ ৯০ হাজার টাকা বিতরণ করেছি। সাংবাদিক, চিকিৎসকসহ সাধারণ মানুষের মাঝে ৫০ হাজার মাস্ক বিতরণ করেছি। ৪৫০টি পিপিই দিয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক-নার্স এবং গণমাধ্যমকর্মীদের। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বলেন, করোনায় ত্রাণ কার্যক্রমে আমিসহ দলীয় নেতা-কর্মীরা প্রচ- বাধার সম্মুখীন হয়েছি। পদে পদেই তাদের বাধা দেওয়া হয়। করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন সেখানেও বাধা। তিনি বলেন, দলের কোনো কর্মসূচিই শান্তিপূর্ণভাবে জেলায় পালন করতে দেওয়া হচ্ছে না। করোনাকালে মানবিক কাজেও বাধা দেওয়া হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে ছাত্রদল ত্রাণ বিতরণ করার সময় বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিয়েছে। জহির বলেন, আমরা ট্রাক দিয়ে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করার জন্য প্রস্তুতি নেওয়ার সময়ও পুলিশ বাধা দিয়েছে। তারপরও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। সে কারণে দলের একজন সাধারণ কর্মী হিসেবে আমার গর্ব হয়। বিএনপির সাধারণ সম্পাদক জহির বলেন, মনগড়া মতো দলীয় লোকদের দিয়ে তালিকা প্রস্তুত করে ত্রাণ দিয়েছে সরকারি দল। এতে করে অনেক প্রকৃত দুস্থ সহায়তা পায়নি।

সর্বশেষ খবর