সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

প্রতি ঘণ্টায় একজনের মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ১১৯৩, মৃত্যু ২৪

নিজস্ব প্রতিবেদক

প্রতি ঘণ্টায় একজনের মৃত্যু

দেশে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪ জনের। প্রতি ঘণ্টায় মারা গেছেন একজন। এ ছাড়া গত ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে গতকাল পর্যন্ত ৫ হাজার ২৩২ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৫২৪ জনের। ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ দশমিক ০৫ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৯৩ জনের দেহে। এ নিয়ে মোট রোগী শনাক্ত হলো ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৯৫ জন করোনা রোগী। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৯২ হাজার ৮৬০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৪২ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। করোনা সংক্রমণের ৪০তম সপ্তাহের তুলনায় ৪১তম সপ্তাহে (৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর) নমুনা পরীক্ষা বেড়েছে দশমিক ৮৬ শতাংশ, সুস্থতা বেড়েছে দশমিক শূন্য ৪ শতাংশ, শনাক্ত কমেছে ১ দশমিক ৯০ শতাংশ ও মৃত্যু কমেছে ১০ দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ৫ জন নারী। হাসপাতালে ২৩ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৭ জনই ছিলেন ষাটোর্ধ্ব। ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, একজনের ৪১ থেকে ৫০ বছর ও ১ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ১৭ জন ঢাকা, ২ জন চট্টগ্রাম, ২ জন খুলনা ও একজন করে ছিলেন সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। দেশে কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর ১১ হাজার ৬৮৭টি সাধারণ শয্যার মধ্যে গতকাল খালি ছিল ৯ হাজার ২৩৭টি। ৫৬৪টি আইসিইউ’র মধ্যে খালি ছিল ৩১০টি।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর