সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার ভূ-উপরিস্থ পানি ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। ভূ-উপরিস্থ পানি ধরে রেখে কীভাবে সেচ কাজে বা ফসল আবাদে ব্যবহার করা যায় সরকার সে লক্ষ্যে কাজ করছে। এ জন্য পাইলট ভিত্তিতে দেশের প্রথম এই হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হয়েছে। বোরো ধান চাষসহ সেচ কাজে ব্যবহারের ফলে দেশে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এ জন্য ভূ-উপরিস্থ পানি ধরে রেখে সেচ কাজে ব্যবহারের জন্য সারা দেশে এরকম আরও হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হবে। কৃষিমন্ত্রী গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ভরাশঙ্কে দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম উদ্বোধন করে এসব কথা বলেন।

বিএডিসির চেয়ারম্যান মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বরুমচড়া ইউনিয়নের ভরাশঙ্খ খালে হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হয়। প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে টার্নকি পদ্ধতিতে ড্যামের নির্মাণকাজ করে চীনের সরকারি প্রতিষ্ঠান বেইজিং আইডব্লিউএইচআর কর্পোরেশন। নির্মিত ড্যামটি ৩৮ মিটার দৈর্ঘ্য ও ৪ মিটার উচ্চতাবিশিষ্ট। এতে পাঁচটি হাইড্রোলিক জ্যাক সংযুক্ত প্যানেল রয়েছে।

 

সর্বশেষ খবর