সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সূচকের বড় পতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের দুই শেয়ারবাজারে সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

জানা গেছে, দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে অংশ নেওয়া ৮০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ২৩৯ প্রতিষ্ঠান এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে লেনদেন হয়েছে ৮৭৫ কোটি ১০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৯৪ কোটি ৮১ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ৩৫ টাকা ৪০ পয়সা। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্স ২৪ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ২০ কোটি ৬১ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বিডি ফাইন্যান্স, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, বেক্সিমকো, এক্সিপ্রেস ইন্স্যুরেন্স এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৪৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ২২ কোটি ১৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭২ প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দাম বেড়েছে। কমেছে ১৭৯টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর