সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
ঐতিহ্য

বগুড়ায় নৌকা বাইচ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় নৌকা বাইচ

গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্য নৌকাবাইচের আনন্দে মাতলেন বগুড়ার শাজাহানপুরের লক্ষাধিক সংস্কৃতিপ্রেমী মানুষ। আনন্দ ভাগাভাগিতে করতোয়া নদীর দুই কূলজুড়ে ভিড় করেছিলেন তারা। কোথাও হাঁটু পানি, কোথাও ঝোপ-ঝাঁড়, কোথাও কাদা-পানি। কোনো কিছুই যেন রোধ করতে পারেনি উৎসুক জনতাকে। আবার কিশোর-যুবক অনেকেই রাস্তার পাশের গাছে ঝুলে উপভোগ করেছে ঐতিহ্যের নৌকাবাইচ।

ভান্ডারপাইকা নৌকাবাইচ পরিচালনা কমিটির আয়োজনে গতকাল দুপুর ১২টায় উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ভা ারপাইকা করতোয়া নদীতে এ বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচের সংবাদ ছড়িয়ে পড়লে আনন্দ উপভোগ করতে বগুড়া সদর, গাবতলী, ধুনট ও শাজাহানপুর উপজেলার অর্ধলক্ষাধিক সংস্কৃতিপ্রেমী মানুষ করতোয়া নদীর দুই ধারে ভিড় জমায়। দিনব্যাপী এ প্রতিযোগিতায় গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের যুবরাজ, বাগবাড়ী দহপাড়ার লালন শাহ, পারানীপাড়ার রাখে আল্লাহ মারে কে, সোনাকানিয়ার একতা, হোড়ারদিঘি পশ্চিমপাড়ার ময়ূরপঙ্খী, হোড়ারদিঘি পূর্বপাড়ার পঙ্খীরাজ, তল্লাতোলা গ্রামের তুফান তরী, হাতিবান্ধার বিজয় বাংলা, বাগবাড়ীর বাগবাড়ী কিংরাজ, পারানীপাড়ার আল্লাহ ভরসা, নশিপুরের জলপরী, ধুনট উপজেলার নাংলু গ্রামের সোনার তরী, পিরাপাট গ্রামের হিরার তরী এবং শাজাহানপুর উপজেলার নগর গ্রামের নগর কিং ও নারিল্যা গ্রামের সোনার বাংলা নামক ১৬টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় গাবতলী উপজেলার পারানীপাড়ার রাখে আল্লাহ মারে কে প্রথম এবং একই উপজেলার সোনাকানিয়া গ্রামের একতা দ্বিতীয় স্থান অর্জন করেছে। নৌকাবাইচকে ঘিরে খোট্টাপাড়া ইউনিয়নের ভা ারপাইকা গ্রাম ও এর আশপাশের প্রতিটি বাড়িতে ছিল নাইওরিদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই করতোয়া নদীর দুই ধারে নারী-পুরুষ ও শিশু-কিশোররা জড়ো হতে থাকে।

সংবাদ ছড়িয়ে পড়ায় দুপুরের মধ্যে শাজাহানপুর ছাড়াও বগুড়া সদর উপজেলা, ধুনট উপজেলা ও গাবতলী উপজেলার অর্ধলক্ষাধিক উৎসুক মানুষের মিলন মেলায় নদীর দুই পাড় ছেয়ে যায়। নদীর দুই পাড়েই বসেছিল মেলা। শিশুদের জন্য নাগর দোলাসহ নানা রকমের বিনোদনের ব্যবস্থাও ছিল উপভোগ করার মতো।      

প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোট্টপাড়া ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক। প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল খালেক মাস্টার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজীউল হক, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দুদু প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর