মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কিছু খাত এখনো সচল হয়ে ওঠেনি

-ব্যারিস্টার নিহাদ কবির

কিছু খাত এখনো সচল হয়ে ওঠেনি

দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে এক ধরনের গতিশীলতা ফিরে এসেছে বলে মনে করেন ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এমসিসিআই সভাপতি নিহাদ কবির। তার মতে, কিছু খাত এখনো সম্পূর্ণ সচল হয়ে ওঠেনি। তবে আশার কথা হলো, সরকারপ্রধান এ ব্যাপারে তীক্ষè দৃষ্টি রাখছেন এবং সময় অনুযায়ী দরকারি সাহসী সিদ্ধান্ত নিতে দ্বিধা করছেন না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এমসিসিআই সভাপতি নিহাদ কবির। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নিঃসন্দেহে এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। অনেক খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মকান্ড প্রায় ৯০ শতাংশই সচল হয়ে গেছে। তবে চাহিদা ও মূল্য, এ দুটি ক্ষেত্রেই একেবারে আগের সমপর্যায়ে এখনো ফিরে যাওয়া যায়নি। তিনি বলেন, অভ্যন্তরীণ অর্থনীতিতে এক ধরনের গতিশীলতা ফিরে এসেছে। কিন্তু কিছু খাত এখনো সম্পূর্ণ সচল হয়ে ওঠেনি। বছরের প্রথম দিকের ধাক্কা কাটিয়ে সে ক্ষতি পুষিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে সময় এবং অনুকূল পরিবেশের দীর্ঘস্থায়িত্ব প্রয়োজন। এর জন্য সরকারি নীতিসহায়তা, আর্থিক সহায়তা দুটোই সহজীকরণ, দ্রুত বাস্তবায়ন, যথেষ্ট সময় এবং ক্ষেত্রবিশেষ বর্ধিত করা দরকার। রপ্তানি বাজারনির্ভর কিছু কারখানা নিষ্ক্রিয় হয়ে গেছে, এটাও বাস্তবতা। এমসিসিআই সভাপতি বলেন, আমদানি-রপ্তানি এখনো আগের অবস্থানে সংগত কারণেই পৌঁছায়নি। কারণ, আমদানি-রপ্তানির উৎস দেশগুলোর অর্থনীতি ও কভিড পরিস্থিতির ওপর বাংলাদেশের বাণিজ্যের গতিপ্রকৃতি নির্ভরশীল। এ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে সময় লাগবে। তবে আশার কথা হলো, সরকার এবং বিশেষ করে সরকারপ্রধান এ ব্যাপারে তীক্ষè দৃষ্টি রাখছেন এবং সময় অনুযায়ী দরকারি সাহসী সিদ্ধান্ত নিতে দ্বিধা করছেন না।

সর্বশেষ খবর