মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ছোট ব্যবসায়ীদের পাশে নেই ব্যাংক

-শামস মাহমুদ

ছোট ব্যবসায়ীদের পাশে নেই ব্যাংক

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী-ঘোষিত প্রণোদনা প্যাকেজ ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক করতে দেওয়া হয়েছিল এবং এটা সফল হয়েছে। তবে ছোট ব্যবসায়ীদের পাশে ব্যাংকগুলো নেই বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ। তিনি মনে করেন, বড় ব্যবসায়ীরা ভালো করছেন। কিন্তু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ-এসএমই খাত কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে প্রত্যাশা পূরণ হয়নি। এ ক্ষেত্রে সরকারি ব্যাংকগুলো ভূমিকা রাখেনি।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ। তিনি আরও বলেন, দেশের অর্থনীতি এখন স্বাভাবিক হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আছে। রপ্তানিও স্বাভাবিক হয়েছে। এখন যে সমস্যা হবে তা আমাদের হাতের বাইরে। কারণ, আশঙ্কা করা হচ্ছে ইউরোপে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা আসবে। এটা হলে আমাদের বাণিজ্য আরেকটা বড় ধাক্কা খাবে। তিনি বলেন, সরকার-ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ছোট ব্যবসায়ীরা কোনো সহযোগিতা পাননি। আমরা বলছি, ছোট ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলোর গ্যাস-বিদ্যুৎ-পানি বিল কিস্তিতে পরিশোধের সুবিধা দেওয়া হোক। কারণ, এ প্রতিষ্ঠানগুলো টিকে না থাকতে পারলে কর্মসংস্থানে ধাক্কা আসবে। নতুন উদ্যোক্তাদেরও সহযোগিতা দিতে হবে। তারা সহযোগিতা না পেলে হতাশ হবেন। এসএমই খাতে নজর দিতে হবে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের বরাদ্দ বাড়াতে হবে। ডিসিসিআই সভাপতি বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলার সময় অর্থনীতি সচল রাখতে সরকারকে আরও গাইডলাইন দিতে হবে। এটা মনে করার কোনো কারণ নেই যে, আমরা প্রথম ধাক্কা সামলে ফেলেছি। করোনা তো এখনো আছে। ফলে প্রথম ঢেউই তো শেষ হয়নি। পর্যাপ্ত টেস্টও তো হচ্ছে না। ফলে সরকারকে সুনির্দিষ্টভাবে বলতে হবে আসল পরিস্থিতি কী। মনে রাখতে হবে, হঠাৎ করে কারখানা বন্ধ করা যায় না।

সর্বশেষ খবর