মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
ফখরুলের বাসায় হামলা

বিএনপি থেকে ১২ নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় হামলার ঘটনায় ১২ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানার এসব নেতাকে বহিষ্কার করা হয়।

গতকাল মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠণতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক তাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বহিষ্কৃতরা হলেন- দক্ষিণখান থানা বিএনপির সহসভাপতি ফুল ইসলাম, সদস্য নাজিমউদ্দিন দেওয়ান, আমজাদ হোসেন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোখলেছ, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, মতিউর রহমান মতি, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ হান্নান মিলন, দফতর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল কাদের স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, উত্তরখান থানা বিএনপির সদস্য নূর মোহাম্মদ। উল্লেখ্য, গত শনিবার ঢাকা-১৮ আসনের মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা মির্জা ফখরুলের বাসায় ইট-পাথর ও ডিম নিক্ষেপ করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয় বিএনপির হাইকমান্ড। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানায় স্থায়ী কমিটি। এরপর তদন্ত কমিটি করে ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়। ঘটনায় জড়িত থাকার উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে উল্লিখিত নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর