মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে হাই কোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

অস্বাভাবিক ও ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায়কারী বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একই সঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) জুলাই মাসের নির্দেশনা অনুযায়ী করোনাকালে নেওয়া অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রকৃত মিটার রিডিং নিয়ে সমন্বয় করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বিদ্যুৎ বিল সমন্বয় করে আগামী দুই মাসের মধ্যে হাই কোর্টে একটি প্রতিবেদন দাখিল করার জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে আদালত। আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এ-সংক্রান্ত রিটের শুনানি নিয়ে গতকাল হাই কোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সঙ্গে ছিলেন রিপন বড়ুয়া ও ফুয়াদ হাসান। পরে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, ২০২০ সালের জুন পর্যন্ত বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো প্রকৃত মিটার রিডিং ছাড়াই গ্রাহকদের কাছ থেকে ভৌতিক বিল আদায় করেছে। এ বিষয়ে জুন মাসে বাংলাদেশ কনজুমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিইআরসিকে চিঠি দেওয়া হয়। পরে গত ৫ অক্টোবর অতিরিক্ত বিল সমন্বয়ের দাবি জানিয়ে হাই কোর্টে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন এ রিট দায়ের করেন।

সর্বশেষ খবর