বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ-বিএনপির ত্রাণ তেমন চোখে পড়েনি

-মথুরা বিকাশ ত্রিপুরা

আওয়ামী লীগ-বিএনপির ত্রাণ তেমন চোখে পড়েনি

খাগড়াছড়ি সচেতন নাগরিক কমিটির (সনাক) অন্যতম সদস্য মথুরা বিকাশ ত্রিপুরা বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, করোনাকালে আওয়ামী লীগ ও বিএনপির ত্রাণ বিতরণ তেমন একটা চোখে পড়েনি। তবে জেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজাতীয় শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পৌর মেয়র মো. রফিকুল আলম, জেলা পরিষদ সদস্য মংসেপ্রু চৌধুরী অপুসহ অনেককে ব্যক্তি পর্যায়ে ত্রাণ বিতরণ করতে দেখা যায়। এ ছাড়া এখানকার সামাজিক সংগঠন স্বেচ্ছাব্রতী, দুর্বার নেটওয়ার্কসহ বিভিন্ন সামাজিক সংগঠন সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে। এনজিওগুলোর মধ্যে তৃণমূল উন্নয়ন সংস্থা, জাবারাং, আলো, ইউএনডিপি, রেড ক্রিসেন্টকে ত্রাণ বিতরণ করতে দেখা যায়। তিনি আরও বলেন, এখানে সরকারি সাহায্য ছিল যথেষ্ট। তবে দূর এলাকায় কিছু কিছু ত্রাণ বিতরণে অনিয়ম চোখে পড়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর