শিরোনাম
বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
করোনামুক্তির পর নির্বাচনী বক্তৃতায় ট্রাম্প

আমি এখন অনেক শক্তিশালী সব সমর্থককে চুমু দেব

সাইফ ইমন

আমি এখন অনেক শক্তিশালী সব সমর্থককে চুমু দেব

নির্বাচনী প্রচারণায় ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার তিনি দেশটির ফ্লোরিডার স্যানফোর্ডে হাজার হাজার সমর্থকের জনসভায় অংশগ্রহণ করেন। তবে এর আগে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল পেয়েছেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের চিকিৎসকরা জানান, র?্যাপিড টেস্ট কিটে ট্রাম্পের কভিড-১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিনের মাথায় সুস্থ হয়ে উঠলেন তিনি। মার্কিন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণার অংশ হিসেবে ট্রাম্পের চার দিনের মধ্যে যে চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে প্রচারাভিযান চালানোর পরিকল্পনা রয়েছে, এর মধ্যে প্রথমটি হলো ফ্লোরিডা। ফ্লোরিডায় জনসমাবেশে ট্রাম্পকে বেশ উচ্ছ্বসিত মেজাজে দেখা যায়। আর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে দেখা যায় সমর্থকদের, যাদের অধিকাংশের মুখেই ছিল না মাস্ক। উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি এটা (করোনা) থেকে সেরে উঠেছি। তারা বলছে, আমার মধ্যে প্রতিরোধক্ষমতা গড়ে উঠেছে। আমি এখন অনেক শক্তিশালী। আমি এখানে হাঁটব। এখানকার সব সমর্থককে আমি চুমু দেব। আমি ছেলেদের এবং সুন্দর নারীদের চুমু দেব। আপনাদের সবাইকে বড় চুমু দেব।’ আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এদিকে এই নির্বাচনে ট্রাম্পের জয় নিয়ে সংশয়ে আছেন খোদ তার দল রিপাবলিকান পার্টির সিনেটররা। এরই মধ্যে বেশ কয়েকজন সিনেটর ট্রাম্প, তার প্রশাসন এবং তার নীতি থেকে দূরত্ব বজায় রেখে চলছেন। শীর্ষস্থানীয় নেতাদের আশঙ্কা, দলের এই মতবিরোধের কারণে ডেমোক্র্যাটিক পার্টি ও এই দলের প্রার্থী জো বাইডেনের বিজয়ের পথ প্রশস্ত হচ্ছে। টেক্সাসের জুনিয়র সিনেটর টেড ক্রুজ বলেন, ‘আমি মনে করি এটা ভয়াবহ নির্বাচন হতে পারে। আমার মনে হয়, আমরা হোয়াইট হাউস ও কংগ্রেসের উভয় কক্ষে পরাজিত হতে পারি, যেটা হবে ওয়াটারগেট কেলেঙ্কারির সমান রক্ত¯œাত।’ নর্থ ক্যারোলিনার সিনেটর থম টিল্লিস বলেন, ‘সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের জন্য সবচেয়ে ভালো পরীক্ষা হচ্ছে বাইডেনের প্রেসিডেন্ট হওয়া।’ ট্রাম্পের প্রতি রিপাবলিকান সিনেটরদের ক্ষোভ দিন দিন বাড়ছে। বেশ কয়েকটি জরিপেও দেখা গেছে, আগামী নির্বাচনে পরাজিত হতে পারেন ট্রাম্প। অন্যদিকে এমি কোনি ব্যারেটকে সুপ্রিম কোর্টের বিচারপতির আসনে বসাতে জোরালো প্রচেষ্টা শুরু করেছেন বর্তমান প্রেসিডেন্ট। সেই প্রচেষ্টা সফল হলে ট্রাম্পের আমলে এ নিয়ে তিনজন নতুন বিচারপতি নিযুক্ত হবেন। সংসদের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিরোধীরা কার্যত অসহায় হয়ে পড়েছেন। নির্বাচনের ঠিক আগে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন তারা। বিরোধীদের মতে, প্রেসিডেন্ট নির্বাচনের পরে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়ন দেওয়া উচিত ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর