বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অর্ধেকের কম নমুনা পরীক্ষা ঢাকার বাইরে

২৪ ঘণ্টায় শনাক্ত ১৫৩৭, মৃত্যু ২২

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮১৫টি। এর মধ্যে ঢাকার ভিতরে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৬৫৩টি ও ঢাকার বাইরে সারা দেশে পরীক্ষা হয়েছে ৪ হাজার ১৬২টি। মোট নমুনা পরীক্ষার মাত্র ৩০ দশমিক ১৩ শতাংশ পরীক্ষা হয়েছে ঢাকার বাইরে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় নতুন করে ১ হাজার ৫৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ১৩ শতাংশ। একই সময়ে মৃত্যু হয়েছে ২২ জনের। এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ২৭৫ জন। করোনা সংক্রমণে মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৭৭ জনের। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৮২ জন করোনা রোগী। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ লাখ ৯৫ হাজার ৮৭৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৬০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও পাঁচজন নারী। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৪ জন ছিলেন ষাটোর্ধ্ব, তিনজন পঞ্চাশোর্ধ্ব, একজন চল্লিশোর্ধ্ব, তিনজন ত্রিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ১৫ জন ঢাকা, পাঁচজন চট্টগ্রাম ও দুজন ছিলেন রংপুর বিভাগের বাসিন্দা। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর