বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আজ থেকে সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ

প্রতিদিন ডেস্ক

উৎপাদন বাড়াতে আজ থেকে টানা ২২ দিন সাগর ও সারা দেশের নদ-নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় ইলিশ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও কেনাবেচা নিষিদ্ধ। নিষেধাজ্ঞাকালীন সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলে পরিবারকে চাল সহায়তা দেওয়া হবে। তবে জেলেদের দাবি বিকল্প কর্মসংস্থানের। এদিকে নিষেধাজ্ঞা কার্যকরে কঠোর নজরদারি থাকবে প্রশাসনের। চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনার মতলবের ষাটনল থেকে হাইমচর পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় মা ইলিশ ডিম ছাড়ে। তাই মা ইলিশ রক্ষায় অন্যান্য বছরের মতো এ বছরও বিশেষ তদারকি করবে জেলা প্রশাসন, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ। জেলেদের দাবি, তারা অভিযানের সময় ইলিশ মাছ ধরতে নদীতে নামবেন না। তবে কেউ কেউ বলছেন, সরকারি সহায়তা না পেলে তো সংসার চালাতে গিয়ে এক প্রকার বাধ্য হয়েই নদীতে নামতে হবে। সর্বোপরি ৫১ হাজার জেলের দাবি, অভিযানকালে তাদেরকে প্রদেয় সরকারি ৪০ কেজি চালের সহযোগিতা আরও বাড়ানো হোক। বরগুনা প্রতিনিধি জানান, জেলে অধ্যুষিত পাথরঘাটা, তালতলীসহ বিভিন্ন এলাকার জেলেরা তাদের ট্রালার ও নৌকা নিয়ে ফিরছেন। আবার কেউ কেউ নৌকা ও ট্রলার মেরামতের উদ্যোগ নিচ্ছেন। তবে দীর্ঘ নিষেধাজ্ঞায় কীভাবে সংসার চালাবেন, সে দুশ্চিন্তায় রয়েছেন তারা। শরীয়তপুর প্রতিনিধি জানান, ১৪ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত শরীয়তপুরের সুরেশ্বর থেকে কুচাইপট্টি পর্যন্ত পদ্মায় ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শরীয়তপুরে নিবন্ধিত জেলের সংখ্যা ৩৬ হাজার ৯৬। এর মধ্যে ইলিশনির্ভর জেলে ৩০ হাজার। চাল পাচ্ছেন ২২ হাজার ৩৫৫ জন। বাকি প্রায় ১০ হাজার জেলে সরকারি সাহায্য থেকে বঞ্চিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর