বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দুঃসময়ে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে

-আবদুল মতিন ভূঁইয়া

দুঃসময়ে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে

নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া বলেছেন, করোনা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নরসিংদী জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নিরলস কাজ করেছেন। করোনার এই দুঃসময়ে আওয়ামী লীগ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে  দিয়েছে তা বিরল। বাংলাদেশ প্রতিদিনকে আবদুল মতিন ভূঁইয়া বলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের পক্ষ থেকে বিপুল সংখ্যক পরিবারকে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহায়তা করা হয়েছে। করোনাকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের মূল রাজনীতি ছিল মানুষের সেবা করা। মানুষের পাশে দাঁড়ানো। জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রশাসনের পাশাপাশি কাজ করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর মাস থেকে শুরু করে অদ্যাবধি করোনা মোকাবিলায় আমরা কাজ করে যাচ্ছি। শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তার ব্যক্তিগত উদ্যোগে পুরো রমজান মাসে প্রতিদিন ৫ হাজার মানুষের মধ্যে ইফতার ও খাবার বিতরণ করেছেন। তাছাড়া ছিন্নমূল মানুষ যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্য ঈদের দিন ২৫ হাজার মানুষের মধ্যে উন্নত মানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মানুষের মধ্যে লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। বাজার ও হাসপাতালগুলোতে জীবাণুনাশক টার্নেল বসানো হয়েছে। মধ্যবিত্ত পরিবারের যারা খাবার চাইতে পারে না, তাদের জন্য হট লাইন সেবা চালু করা হয়েছে। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা রাতের অন্ধকারে তাদের বাসায় খাবার পৌঁছে দিয়েছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে দুই দফায় প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। করোনাকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুরো জেলায় একযোগে কাজ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর