বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বাইডেনকে প্রকাশ্য সমর্থন মার্কিন তারকাদের

তানভীর আহমেদ

বাইডেনকে প্রকাশ্য সমর্থন মার্কিন তারকাদের

রাজনীতিবিদদের পাশাপাশি জো বাইডেনকে জনপ্রিয় হলিউড তারকাদের প্রকাশ্য সমর্থন মার্কিন নির্বাচনী প্রচারণার চিত্র বদলে দিয়েছে। জনপ্রিয় সংগীতশিল্পী, সিনেমার অভিনেতা ও টেলিভিশন ব্যক্তিত্বদের সমর্থন জো বাইডেনকে অনেকটাই এগিয়ে রেখেছে। এরই মধ্যে গণমাধ্যমে তারা ট্রাম্পের সমালোচনা করে বক্তব্য রেখেছেন। টেইলর সুইফট, ম্যাডোনা, কার্ডি বি, টম হ্যাঙ্কস ও জর্জ ক্লুনির মতো হেভিওয়েট তারকারা তাদের ভক্তদের আহ্বান জানিয়েছেন জো বাইডেনকে ভোট দেওয়ার জন্য। অনুসারীর দিক থেকে যুক্তরাষ্ট্রে শীর্ষে রয়েছেন ডোয়াইন জনসন। তার অনুসারীর সংখ্যা ইনস্টাগ্রামে ২০ কোটি ছাড়িয়েছে। তিনিও এক ভিডিও বার্তায় বলেন, ‘জো বাইডেন ও কমলা হ্যারিস দেশ পরিচালনা সেরা পছন্দ।’ সর্বশেষ টেইলর সুইফট তার ইনস্টাগ্রামের ১৪ কোটি ভক্তদের কাছে জো বাইডেনের জন্য ভোট চেয়েছেন। প্রচারণা কৌশলেও জো বাইডেন ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন। অন্যদিকে প্রচারণার  দিকে ট্রাম্পের প্রচারণার সম্বল শুধু হাস্যরসাত্মক বক্তব্য ও ব্যক্তি আক্রমণ। এদিকে ফ্লোরিডাতে ট্রাম্প নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার পরদিনই গত মঙ্গলবার সেখানে ব্যাপক প্রচারণা চালিয়েছেন জো বাইডেন। করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ ট্রাম্পের সমালোচনায় তিনি বলেন, ‘ট্রাম্পের কাজ করার ইচ্ছা নেই। তিনি মানুষের জীবন নিয়ে খেলেছেন। ট্রাম্প তার প্রেসিডেন্টের দায়িত্বের মতোই লক্ষ্যভ্রষ্ট হয়ে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। এবং এর ফলে ফ্লোরিডার জ্যেষ্ঠ বাসিন্দা এবং সারা দেশের মানুষ পর্যাপ্ত ত্রাণ পায়নি।’ এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের পক্ষে নির্বাচনের আগে ভোটারদের সুসংহত হওয়ার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে বলেন, ‘এই নির্বাচনে যথেষ্ট ঝুঁকি রয়েছে। ইতিহাস দেখায় যে, আপনার এবং আপনার বন্ধুদের ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করার সহজ উপায় হলো পরিকল্পনা করা।’ ভিডিওতে নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড হিসেবে উইসকনসিন, পেনসিলভেনিয়া, ওহাইয়ো ও ফ্লোরিডাসহ ২৪টি অঙ্গরাজ্যের উল্লেখ করা হয়েছে।

এক কোটিরও বেশি আগাম ভোট : করোনা মহামারীতে আগাম ভোটে উৎসাহী হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের ভোটাররা। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার তথ্য অনুসারে, গত সোমবার রাত পর্যন্ত প্রায় ১ কোটি ৪ লাখ ভোটার এরই মধ্যে ভোট দিয়েছেন। কিন্তু ২০১৬ সালের নির্বাচনে এই ভোটের সংখ্যা ছিল ১৪ লাখ। অর্থাৎ এবার কয়েক গুণ বেশি পড়েছে ডাক ও আগাম ভোট। যুক্তরাষ্ট্রের ইলেকশন প্রজেক্টের তথ্য অনুসারে, ২০১৬ সালের মিনেসোটা, সাউথ ডাকোটা, ভারমন্ট, ভার্জিনিয়া ও উইসকনসিনে যে পরিমাণ ভোট পড়েছিল, তার ২০ শতাংশ ভোট পড়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর