বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আলুর দামে লাগাম টানতে অভিযান

নিজস্ব প্রতিবেদক

আলুর দামে লাগাম টানতে অভিযান

আলুর খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর এবার ওই দামে পণ্যটি বাজারে বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিং করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দিয়েছে কৃষি বিপণন অধিদফতর। গতকাল এসব চিঠি দেওয়া হয় বলে জানা গেছে। এদিকে গতকাল রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করতে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক ও মাগফুর রহমান গণমাধ্যমকে জানান, ওই বাজারে পাইকারি দোকানে প্রতি কেজি আলু ৪২ টাকায় বিক্রি করতে দেখেন তারা। অভিযানকালে পাইকারি আলু বিক্রেতাদের পাওয়া যায়নি। দোকানে মূল্য তালিকায় প্রতি কেজি আলুর দাম ৪২ টাকা  লেখা ছিল। এ সময় বেশি দামে আলু ও পিঁয়াজ বিক্রির অভিযোগে ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তারা। অধিদফতরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন গণমাধ্যমকে জানান, আলু, পিঁয়াজ, চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কিনা, তা মনিটরিং করতে তাদের পাঁচটি টিম রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে অভিযান পরিচালনা করছে। এরমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিংয়ের দুটি টিম মাঠে রয়েছে। যারা অনৈতিকভাবে বাজারে নিত্যপণ্যের দাম বাড়াবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা ও শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। দেশে গত মৌসুমে প্রায় ১ দশমিক ০৯ কোটি মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। দেশে মোট আলুর চাহিদা প্রায় ৭৭ দশমিক ০৯ লাখ মেট্রিক টন। ফলে বার্ষিক চাহিদার পরও প্রায় ৩১ দশমিক ৯১ লাখ মেট্রিক টন টন আলু উদ্বৃত্ত থাকে। এরপরও সবজিটির ঘাটতি দেখিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ী সিন্ডিকেট। গত কয়েকদিনে কেজিপ্রতি আলুর খুচরা মূল্য ৫০ থেকে ৫৫ টাকায় ওঠে, যা দেশের ইতিহাসে রেকর্ড। এ অবস্থায় আলুর খুচরা, পাইকারি ও হিমাগার- এই তিন পর্যায়ে দাম বেঁধে দিয়ে ওই দামে নিত্যপ্রয়োজনীয় সবজিটির বিক্রি নিশ্চিত করতে সারা দেশের জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে কৃষি বিপণন অধিদফতর। কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণে কাজ করা সরকারি এই সংস্থাটি  কেজিপ্রতি আলুর দাম হিমাগার পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং খুচরা পর্যায়ে ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর