বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর একলাশপুরে আলোচিত নারী নির্যাতনের সংবাদ সংগ্রহে গিয়ে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর নোয়াখালী জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগসহ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। গতকাল নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন। পুলিশ জড়িতদের কাউকে গ্রেফতার বা ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও বিডিনিউজের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, ডিবিসির আসাদুজ্জামান চৌধুরী কাজল, চ্যানেল টুয়েন্টিফোরের সুমন ভৌমিক, দৈনিক নোয়াখালী বার্তা সম্পাদক অহিদ উদ্দিন মুকুল, দৈনিক ভোরের কাগজের মোহাম্মদ সোহেল, সোনাইমুড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ভূঁঞা  প্রমুখ।

এদিকে এই ন্যক্কারজনক ঘটনায় নিন্দা জানিয়েছেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাসূল মামুন, জেলা জজ আদালতের পিপি গুলজার আহামেদ জুয়েল, জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর