বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

রাজশাহীতে পাওয়া গেল ক্ষুদ্র কোরআন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পাওয়া গেল ক্ষুদ্র কোরআন

রাজশাহীতে সন্ধান মিলেছে ক্ষুদ্র একটি কোরআন শরিফের। কোরআন শরিফটির দৈর্ঘ্য ৩ সেন্টিমিটার, প্রস্থ ২ সেন্টিমিটার, উচ্চতা ২ সেন্টিমিটার। এমন একটি কপি আছে রাজশাহী মহানগরীর বাসিন্দা খন্দকার হাসান কবিরের কাছে। তিনি ১৯৯২ সালে তার বাবা খন্দকার মফিজুর রহমানের কাছ থেকে এটি পেয়েছেন। খন্দকার হাসান কবির জানান, এটি ৩০ পারার একটি কোরআন শরিফ। বংশপরম্পরায় সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি খালি চোখে বা চশমা চোখে দিয়েও পড়া সম্ভব নয়। আতশকাচের নিচে রেখে পড়তে হয়। এমন ছোট আকারের কোরআন শরিফ তিনি আর কোথাও দেখেননি।

তিনি বলেন, তার বাবা ২৫ বছর আগে ৭৪ বছর বয়সে মারা যান। তাঁর কাছ থেকে তিনি এটা পেয়েছেন। কোরআন শরিফটি সম্পর্কে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বরেন্দ্র গবেষণা জাদুঘরের সাবেক পরিচালক মো. জাকারিয়া জানান, এটি বহু পুরনো, সে বিষয়ে তিনি নিশ্চিত। তবে দেশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র কিনা, সে বিষয়ে অনুসন্ধান প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর