শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কমেছে মৃত্যু বেড়েছে সুস্থতা

২৪ ঘণ্টায় শনাক্ত ১৬০০, মৃত্যু ১৫

নিজস্ব প্রতিবেদক

কমেছে মৃত্যু বেড়েছে সুস্থতা

দেশে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে, যা গত ২৮ মের পর এক দিনে সর্বনিম্ন মৃত্যু। ওই দিনও ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৬০০ জনের দেহে। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৮০ জন। এক দিনে শনাক্ত রোগীর চেয়ে ১৮০ জন বেশি সুস্থ হয়ে উঠেছেন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সর্বশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনা সংক্রমণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ হাজার ৬০৮ জনের। মোট রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৯ হাজার ২২৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮১ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ছিল ১১ দশমিক ৩৪ শতাংশ। গত এক দিনে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ৯ জন ছিলেন পুরুষ ও ৬ জন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১০ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৩ জন পঞ্চাশোর্ধ্ব, ১ জন চল্লিশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ৯ জন ঢাকা,       ৪ জন চট্টগ্রাম, ১ জন খুলনা ও ১ জন সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর ১১ হাজার ৬৮৭টি সাধারণ শয্যার মধ্যে গতকাল ৯ হাজার ২০৮টি শয্যা খালি ছিল। এ ছাড়া ৫৬৪টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৯৪টি। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর