শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ

-ইসলাম বেবি

ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবি বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, মহামারী করোনাভাইরাস দুর্যোগের শুরু থেকেই আওয়ামী লীগ মানুষের পাশে ছিল। করোনা সংক্রমণ রোধে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে প্রচার-প্রচারণা এবং শহর ও গ্রামে জীবাণুমুক্ত স্প্রে ছিটানো হয়েছে। সরকারের ত্রাণ বিতরণের পাশাপশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, সাবানসহ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে।

তিনি বলেন, করোনাকালীন নিষেধাজ্ঞা ও লকডাউনে কর্মহীন, শ্রমজীবী, অসহায় ও হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দুর্গম পাহাড়ের পল্লীগুলোতে ছোট-বড় পাহাড়ে পায়ে হেঁটে নেতা-কর্মীরা খাদ্যসামগ্রী কাঁধে করে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তিনি বলেন, দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন ম্রো পল্লীগুলোতে তিনি নিজেই সশরীরে উপস্থিত হয়ে খাদ্যসামগ্রীসহ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছেন। বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং খাদ্যসামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছেন। ইসলাম বেবি বলেন, আওয়ামী লীগের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়সহ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে তিন দফায় বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় ৫২ হাজার ৩৭১ পরিবারকে ৫০০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছি। আপৎকালীন বরাদ্দ থেকে ৮ হাজার ৮৭৪ পরিবারকে ৮০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এ ছাড়াও জেলার ৭২২টি মসজিদ, ৪১৫টি বৌদ্ধবিহারে নগদ অর্থসহ বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর