সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মানুষের পাশে ছিল আওয়ামী লীগ

-শেখ কামরুজ্জামান টুকু

মানুষের পাশে ছিল আওয়ামী লীগ

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেছেন, গণমানুষের দল হিসেবে করোনাকালে আওয়ামী লীগ ঘরে বসে থাকেনি। অসহায়, দরিদ্রসহ কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনাকালে আমাদের রাজনৈতিক কর্মকা-ই হচ্ছে সাধারণ মানুষকে এই মহামারী থেকে বাঁচানো ও অসহায়, দরিদ্রসহ কর্মহীন মানুষের মাঝে খাবার দেওয়া। এটা আমরা করেছি। জেলার চারজন এমপি, জেলা  পরিষদ চেয়ারম্যান, ৯টি উপজেলা ও ২টি পৌর মেয়র আওয়ামী লীগের। সরকারের পাশাপাশি তারাও করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ করোনার সময়ে উপজেলা, পৌরসভাসহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে খাদ্য সামগ্রী, মাস্ক- হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে। করোনায় ফ্রন্ট লাইনের যোদ্ধা ডাক্তার-সাংবাদিকদের পিপিই-মাস্কসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন তার নির্বাচনী এলাকার পাশাপাশি বাগেরহাট-২ এমপি শেখ সারহান নাসের তন্ময়ের সংসদীয় এলাকায় তাদের নিজস্ব অর্থায়নে বাগেরহাট সদর হাসপাতালে করোনা চিকিৎসায় একটি হাইফো নেজাল ক্যানোলা, ২টি অক্সিজেন করসেটের ও ১০টি বড় অক্সিজেন সিলিন্ডার দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের আগেই চিকিৎসক, নার্স-স্বাস্থ্য কর্মীসহ করোনা ফ্রন্ট লাইন যোদ্ধাদের জন্য পিপিই, এন-৯৫ মার্স্কসহ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। সদর হাসপাতালের জন্য ১০টি ভেন্টিলেটর, একটি বড় অক্সিজেন ট্যাংকের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে এ দুজন এমপি তাদের সংসদীয় এলাকায় ৪০ হাজার অসহায়, দরিদ্রসহ কর্মহীন মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য সহয়তার পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার ঘরে-ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এই দুই এমপি করোনার শুরু থেকেই গাড়ি দিয়ে ‘ডাক্তারের কাছে রোগী নয়- রোগীর কাছে ডাক্তার’ পাঠাচ্ছেন। এখনো আমরা অসহায় মানুষের পাশে রয়েছি।

সর্বশেষ খবর