সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সক্রিয় ছিল আওয়ামী লীগ ও সিপিবি

-নীহার রঞ্জন সাহা

সক্রিয় ছিল আওয়ামী লীগ ও সিপিবি

বাগেরহাট ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সহ-সভাপতি  জ্যেষ্ঠ সাংবাদিক নীহার রঞ্জন সাহা বলেছেন, রাজনৈতিক দল হিসেবে করোনাকালে সাধারণ মানুষের পাশে সংক্রিয় ছিল আওয়ামী লীগ ও সিপিবি। বিএনপিকেও কিছুটা তৎপর  দেখা গেছে। অন্য দলগুলোকে বাগেরহাটে করোনাকালে অসহায়, দরিদ্রসহ কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে তেমন দেখা যায়নি। করোনার শুরুতে দেশব্যাপী মাস্ক, পিপিই, হ্যান্ড       স্যানিটাইজার সংকটকালে বাগেরহাটে প্রথমে সিপিবি এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তৈরি করে সাধারণ মানুষ, চিকিৎসকদের মাঝে বিলি করে। একই সঙ্গে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তৈরি করে মাঠে নামে আওয়ামী লীগ। এসব দল ও তাদের অঙ্গ, সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাধারণ মানুষের পাশাপাশি করোনা যুদ্ধের ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক, স্বাস্থ্যকমী ও সাংবাদিকদের সংকটকালে মাস্ক, পিপিই, হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে মানুষের প্রশংসা কুড়িয়েছে। একই সঙ্গে তারা করোনাকালে অসহায়, দরিদ্রসহ কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে-ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, খাদ্য সামগ্রী বিতরণে বিএনপিও তৎপর ছিল। মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বাগেরহাট- ১ ও ২ আসনের এমপি শেখ  হেলাল উদ্দিন ও তার পুত্র এমপি শেখ সারহান নাসের তন্ময় এক ধাপ এগিয়ে ছিলেন। তাদের সংসদীয় এলাকায় ৪০ হাজার অসহায় মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়াসহ সব গর্ভবতী মায়ের জন্য পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণে এই দুই এমপি যা করেছেন, তা ছিল মানবতার এক অনন্য উদাহরণ। একই সঙ্গে করোনাকালে রেডক্রিসেন্ট ও যুব সদস্যদের তৎপরতা মানুষের প্রশংসা কুড়িয়েছে। এভাবে অন্যান্য দল, সংগঠন ও এনজিওগুলো অসহায়, দরিদ্রসহ কর্মহীন মানুষের পাশে দাঁড়ালে তাদের কষ্ট আরও         লাঘব হতো।

সর্বশেষ খবর