সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বাইডেনকে সমর্থন দিচ্ছেন ট্রাম্পের দলের লোকেরাও

তানভীর আহমেদ

বাইডেনকে সমর্থন দিচ্ছেন ট্রাম্পের দলের লোকেরাও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ দলের লোকেরাই প্রতিপক্ষ জো বাইডেনকে প্রকাশ্যে সমর্থন জানাচ্ছেন। সাবেক রিপাবলিকান নেতা, কংগ্রেসম্যান থেকে শুরু করে ২০১৬ সালে ট্রাম্পকে ভোট দিয়েছেন এমন ভোটাররাও এবার জো বাইডেনের জন্য ভোট চাইছেন। ডোনাল্ড ট্রাম্পের আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এমন বেকায়দায় পড়েছেন কিনা ইতিহাস ঘেঁটে দেখার বিষয়। ট্রাম্প বরাবরই রিপাবলিকান দলে তার আকাশচুম্বী জনপ্রিয়তার পরিসংখ্যান দিতে ভালোবাসেন। কয়েক দিন আগে তিনি বলেছিলেন, নিজ দলের ৯৬ শতাংশ নেতা-কর্মী ও সমর্থক তাকে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে আবারও দেখতে চান। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। প্রায় প্রতিটি জরিপে জনপ্রিয়তায় এগিয়ে থাকা জো বাইডেনকে সমর্থন করতে দেখা গেছে রিপাবলিকান দলের নেতা-কর্মীদেরও। ট্রাম্পের খামখেয়ালি সিদ্ধান্ত, বিতর্কিত মন্তব্য ও করোনা সংকটে ব্যর্থতা রিপাবলিকান সমর্থকদেরও নতুন করে ভাবাচ্ছে। পাশাপাশি বিভিন্ন নাগরিক প্রণোদনা আটকে দিয়ে ট্রাম্প জনপ্রিয়তা খুইয়েছেন। ভোটারদের তাই বিকল্প প্রার্থীর দিকে ঝোঁক বাড়ছে। হিন্দুস্তান টাইমসের খবর, বেশ কয়েকজন সাবেক রিপাবলিকান নেতা ট্রাম্পবিরোধী একটি টুইটার অ্যাকাউন্ট পরিচালনা করছেন। সাবেক রিপাবলিকান নেতা জর্জ কনওয়ে, স্টিভ শেমিদ, জন ওয়েভার ও রিক উইলসনকে সেখানে দেখা যায়। এরই মধ্যে ‘দ্য লিংকন প্রজেক্ট’ নামের ওই টুইটার অ্যাকাউন্টে ২৫ লাখেরও বেশি অনুসারী যোগ দিয়েছেন। ট্রাম্পবিরোধী কিন্তু রিপাবলিকান দলের সমর্থকরা সেখানে প্রকাশ্যে জো বাইডেনের হয়ে প্রচারণা চালাচ্ছেন।

ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর এই অ্যাকাউন্ট তৈরির পর থেকে ট্রাম্পবিরোধী প্রচারণা চালানোর জন্য ৩ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার অনুদান তুলতে সক্ষম হয়েছে। ১৫ জন বিলিয়নিয়ার এখানে অনুদান পাঠিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের নামে নাম রাখা এই অ্যাকাউন্ট থেকে ট্রাম্পবিরোধী প্রচারণা, ভিডিও প্রচারের পাশাপাশি জো বাইডেনের জন্য প্রকাশ্যে ভোট চাওয়া হয়। এর বাইরে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন এমন ভোটারদের একটি দল এবার জো বাইডেনের জন্য ভোট চাইছেন। এ বছর মে মাসে তারা এই অভিনব প্রচারণা শুরু করেন। বিভিন্ন অঙ্গরাজ্যের ভোটার যারা গতবার ট্রাম্পকে ভোট দিয়েছেন কিন্তু এবার জো বাইডেনকে ভোট দেবেন তাদের নিয়ে এই প্রচারণা ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। রিপাবলিকান দলের সমর্থকরাই পেনসিলভেনিয়া, উইসকনসিন, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, অ্যারিজোনা অঙ্গরাজ্যে এই চমকপ্রদ প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালস ‘দ্য ব্রেভারি প্রজেক্ট’ নামে একটি প্রচারণা চালাচ্ছেন। তাদের প্রচারণার বক্তব্য, ‘ট্রাম্প আমেরিকার আদর্শ ধারণ করেন না, তাকে ভোট দেবেন না।’

সর্বশেষ খবর