সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফেনীতে দুই লাশ উদ্ধার

প্রতিদিন ডেস্ক

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে গতকাল এক বাংলাদেশি নিহত হয়েছেন এবং ফেনী সীমান্তে দুই বাংলাদেশির লাশ পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে ওমিদুল ইসলাম (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল ভোর ৪টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে তাকে হত্যা করা হয়। বিকালে এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ওমিদুল ইসলামকে সীমান্তের ৮৯ নম্বর পিলারের কাছে বিএসএফ গুলি করে হত্যা করে। বিএসএফ দাবি করেছিল, সে গরু আনতে ভারতে গিয়েছিল। বিজিবি এ ঘটনার তদন্ত দাবি করে লাশ ফেরত  চেয়েছে। বিজিবি পরিচালক বলেন, ‘গরু আনতে যাওয়ার কথা সঠিক নয়। চুয়াডাঙ্গার কোনো সীমান্তপথে গরু আসছে না। অন্যায়ভাবে হত্যার প্রতিবাদ জানিয়েছি।’ ফেনী : গতকাল সকালে ফেনীর পরশুরামে সীমান্তবর্তী গুথুমা এলাকা থেকে মো. করিম ও মো. স্বপন নামে দুই সহোদরের লাশ উদ্ধার করেছে বিজিবি। তারা একই এলাকার কালাধন মিঞা সরকারের ছেলে। বিজিবি জানায়, ভারত সীমান্তবর্তী পিলারের কাছে দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পায় লাশগুলো সীমান্তরেখার মাঝ বরাবর পড়ে আছে। এ সময় বিএসএফের সঙ্গে কথা বলে লাশগুলো ফেরত নিয়ে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সহকারী পুলিশ সুপার সার্কেল নিশান চাকমা জানান, নিহত দুই ভাই সীমান্তবর্তী পিলারের কাছে মাছ ধরতে যান। ভোরে প্রচন্ড বৃষ্টিসহ বজ্রপাত থেকে এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের শরীরের কোথাও কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।

সর্বশেষ খবর