মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিএনপি সাধ্যমতো জনগণের পাশে

-আবদুল হালিম

বিএনপি সাধ্যমতো জনগণের পাশে

বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হালিম বলেছেন, মহামারী করোনাভাইরাসের সময়ও আমাদের স্বাভাবিক কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না। সংগঠিতভাবে যেখানেই আমরা করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় যাচ্ছি, সেখানেই নজরদারি করা হচ্ছে। এ অবস্থার  মধ্যেও আমরা আমাদের সাধ্যমতো খাদ্য সহায়তা ও মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। আবদুল হালিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি। দুঃসময়ে আমরা জনগণের পাশে রয়েছি। জেলার ছয়টি উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে করোনায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে তা খুবই অপ্রতুল দাবি করে বিএনপির সাধারণ সম্পাদক বলেন, সহায়তার চেয়ে প্রচারণা বেশি করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার পরিবার এখন সরকারি কোনো সহায়তা পায়নি। আবার অনেক স্থানে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা একাধিক বার খাদ্য ও আর্থিক সহায়তা পাওয়ার অভিযোগ রয়েছে। মোবাইল ব্যাংকিং এবং মসজিদের ইমাম মুয়াজ্জিনদের যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, সেখানেও দুর্নীতি করা হয়েছে বলে দাবি করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হালিম।

সর্বশেষ খবর