মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জামিনে এসে আবার জাল টাকার কারবার সপ্তম দফায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাল টাকা তৈরি ও বাজারজাত করায় র‌্যাব-পুলিশের হাতে ছয়বার গ্রেফতার হয়েছিলেন হুমায়ুন কবির। তবে প্রতিবারই জেল থেকে জামিনে বেরিয়ে ফের জড়িয়ে পড়েন একই কাজে। সর্বশেষ দেড় বছর আগে জেল থেকে বেরিয়ে আরও বড় পরিসরে জাল টাকা তৈরির কারখানা গড়ে তোলেন তিনি। গত রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে সপ্তমবারের মতো পুলিশের হাতে ধরা পড়েছেন হুমায়ুন ও তার তিন সহযোগী।

ডিবি বলছে, হুমায়ুনের কাছ থেকে জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, মোহাম্মদপুরের নূরজাহান রোডের ৬ তলা একটি বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এ কারখানার মালিক হুমায়ুন কবির। তাকেসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অন্যরা হলেন- জামাল উদ্দিন, তাসলিমা আক্তার ও সুখী আক্তার। অভিযানে দুটি আসুস ল্যাপটপ, চারটি ইপসন প্রিন্টার, কয়েকটি কাটার, অনেকগুলো স্ক্রিন, ডাইস, নিরাপত্তা সুতা, বিভিন্ন রঙের কালি, আঠা, বিপুল পরিমাণের জলছাপ যুক্ত বিশেষ কাগজ, বিপুল পরিমাণ অন্যান্য সামগ্রী ও সফট ডাটা/কপি উদ্ধার করা হয়, যা দিয়ে আনুমানিক ৪ কোটি জাল টাকা তৈরি করা সম্ভব। এছাড়া বাসার বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় বিভিন্ন বান্ডিলে ৪৯ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

 

সর্বশেষ খবর