মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ইউএনওর ছোড়া গুলির শব্দে আতঙ্ক জিডি করলেন ওসি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সদ্য কেনা বন্দুক পরীক্ষা করতে ফাঁকা গুলি ছোড়েন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। গুলির শব্দে এলাকার মানুষ আতঙ্কিত হয়েছে। তাই থানায় জিডি করেছেন ওসি। ঘটনাটি ঘটে গত রবিবার রাতে ভাঙ্গা উপজেলায়। ইউএনও রকিবুর রহমান খান জানান, দুই দিন আগে তিনি ঢাকার একটি অস্ত্রের দোকান থেকে শটগান কেনেন। ওই দোকানে টেস্ট ফায়ারের জায়গা না থাকায় কেনার সময় টেস্ট করা হয়নি। এ জন্য তিনি তার সরকারি ভবনের পুকুরের দিকে চারটি ফায়ার করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, রাত ১০টার দিকে ইউএনওর সরকারি বাসভবন এলাকা থেকে পর পর চারটি গুলির শব্দ শোনা যায়। শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় তিনি বাদী হয়ে সাধারণ ডায়েরি করেছেন।

সর্বশেষ খবর